Image Credit source: TWITTER
গ্রুপ বি-তে আছে ইস্টবেঙ্গল, মোহনবাগান। ১৬ অগস্ট হাইভোল্টেজ ডার্বি দিয়ে শুরু টুর্নামেন্ট।
কলকাতা: শনিবারই ডুরান্ড কাপের দিন ঘোষণা হয়েছে। ১৬ অগস্ট খেলা হবে দিবসে ইস্টবেঙ্গল (East Bengal)-মোহনবাগান (ATK Mohunbagan) ডার্বি দিয়ে শুরু হবে ঐতিহ্যশালী টুর্নামেন্ট। ১৩১তম ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফাইনাল ১৮ সেপ্টেম্বর। সেটাও অনুষ্ঠিত হবে যুবভারতীতে। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়াম আর নৈহাটিতেও হবে ডুরান্ডের ম্যাচ। এছাড়া গুয়াহাটি আর ইম্ফলেও হবে খেলা। ২০টি দল এ বার অংশ নিচ্ছে ডুরান্ড কাপে (Durand Club)। ৪টে গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। প্রত্যেক গ্রুপে ৫টা করে দল। রবিবার ডুরান্ড কাপের গ্রুপ এ আর গ্রুপ বি-র দল ঘোষণা করা হল।
গ্রপ এ-তে আছে গতবারের রানার্স আপ মহমেডান স্পোর্টিং। গত বারের চ্যাম্পিয়ন এফসি গোয়াও আছে এই গ্রুপে। এছাড়া গ্রুপ এ-তে আছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি আর ইন্ডিয়ান এয়ারফোর্স (বায়ুসেনা)।
গ্রুপ বি-তে আছে ইস্টবেঙ্গল, মোহনবাগান। ১৬ অগস্ট হাইভোল্টেজ ডার্বি দিয়ে শুরু টুর্নামেন্ট। এছাড়া এই গ্রুপে আছে মুম্বই সিটি এফসি, রাজস্থান ইউনাইটেড আর ইন্ডিয়ান নেভি (নৌসেনা)।
গ্রুপ এ আর গ্রুপ বি-র সবকটা ম্যাচ হবে যুবভারতী, কিশোর ভারতী আর নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। গ্রুপ সি আর গ্রুপ ডি-তে খেলা দলগুলোর নাম সোমবার ঘোষণা হবে। এ বারে ডুরান্ড কাপের ট্রফি ট্যুরও শুরু হচ্ছে। মঙ্গলবার কলকাতা থেকে শুরু হবে সেই ট্যুর। গুয়াহাটি, ইম্ফল, জয়পুর ঘুরে ৩০ তারিখ ট্রফি আসবে কলকাতায়।