East Bengal: ইনভেস্টরকে ফুটবলারদের তালিকা দিচ্ছে ক্লাব


রবিবার ইমামির কর্তাদের সঙ্গে দু’দফায় বৈঠক করে ক্লাব। যদিও পুরো আলোচনাটাই হয়েছে টেলিফোনে।

কলকাতা: ইস্টবেঙ্গল-ইমামি চূড়ান্ত চুক্তি কবে? অপেক্ষায় দিন গুনছে সমর্থকরা। শনিবারই বিনিয়োগকারী (Investor) সংস্থাকে চুক্তি সইয়ের জন্য সম্মতি পাঠিয়ে দিয়েছে ক্লাব। এরপর? ক্লাব কর্তারা আশা করছেন এই সপ্তাহেই সব কিছু চূড়ান্ত হয়ে যাবে। এ দিকে ইমামির দুই কর্তা বিদেশে আছেন। তারা দেশে ফেরার পরই কি চূড়ান্ত চুক্তিতে সই হবে? নাকি তার আগেই? প্রশ্ন অনেক, তবু উত্তর নেই। সই হয়ে যাওয়ার পর রয়েছে দলগঠন প্রক্রিয়া। যদিও তলায় তলায় দলগঠন প্রক্রিয়া জারি রাখছে ক্লাব। একই সঙ্গে ট্রান্সফার ব্যানের বিষয়টিও দেখতে হবে ইস্টবেঙ্গলকে (East Bengal)। ক্লাব লাইসেন্সিংয়ের জন্য এখনও ৭ লাখ টাকা পাবে ফেডারেশন। সমস্যা বিস্তর। সেই সমস্যাগুলোকে দ্রুত মেটাতে হবে। ডুরান্ডের দিনক্ষণ প্রকাশ হয়ে গিয়েছে। ১৬ অগাস্ট যুবভারতীতে ডার্বি দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড কাপ (Durand Cup)। কয়েকদিন পরই হয়তো ডুরান্ডের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হবে।

রবিবার ইমামির কর্তাদের সঙ্গে দু’দফায় বৈঠক করে ক্লাব। যদিও পুরো আলোচনাটাই হয়েছে টেলিফোনে। সূত্রের খবর, সোমবার ইমামির সঙ্গে মুখোমুখি আর এক দফা বৈঠকে বসতে চাইছে ক্লাব। দ্রুত ফুটবলার রিক্রুটের প্রক্রিয়া শুরু করতে হবে। বিনিয়োগকারী সংস্থাকে ফুটবলারদের একটি তালিকাও দেবে ক্লাব। তালিকায় থাকা ফুটবলারদের সঙ্গে কথাবার্তা শুরু করার আশ্বাসও দিয়েছে ইমামিও। দলগঠন প্রক্রিয়ায় বিনিয়োগকারী সংস্থাকে সবরকম সহায়তা করতে তৈরি ক্লাব কর্তারা। শোনা যাচ্ছে, বৃহস্পতিবারের মধ্যেই হয়তো চূড়ান্ত সই হয়ে যেতে পারে।

মঙ্গলবার প্রিমিয়ার এ-র ক্লাবগুলোর সঙ্গে বৈঠক রয়েছে আইএফএ-র। সেই বৈঠক পিছোতে অনুরোধ করে একটি চিঠি পাঠিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। সোমবার ক্লাবকে সেই চিঠির উত্তর পাঠাতে পারে আইএফএ।

এ দিকে তর সইছে না ইভান গঞ্জালেজের। লাল-হলুদ জার্সিতে মাঠে নামতে মুখিয়ে স্প্যানিশ ফুটবলার। মাঝে মধ্যেই তিনি সোশ্যাল নেটওয়ার্কে নিজের ইচ্ছের কথা প্রকাশ করেন। রবিবারও একটি ভিডিও পোস্ট করেন ইভান। ভিডিওয় দেখা যাচ্ছে, আইএসএলে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে একটি ম্যাচে মনবীর সিংকে ট্যাকল করছেন তিনি। পোস্টে লেখা ইস্টবেঙ্গল, খুব শীঘ্রই দেখা হবে।

Leave a Reply