Happy Birthday Smriti Mandhana: সাফল্যের উড়ানে স্মৃতি, জন্মদিনে তাঁর কিছু অজানা তথ্য


মহারাষ্ট্রের সাংলি থেকে জাতীয় দলের নির্ভরযোগ্য ওপেনার। বাবা শ্রীনিবাস মান্ধানা এবং দাদা শ্রমণ কুমার দুজনেই জেলা স্তরে ক্রিকেট খেলেছেন। দাদাকে খেলতে দেখেই ক্রিকেট আগ্রহী হন স্মৃতি মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটে ৫২৫০ রান, ৬টি শতরান এবং ৩৯ টি অর্ধশতরান। জন্মদিনে স্মৃতি মান্ধানার বেশ কিছু অজানা তথ্য তুলে ধরা হল….


Jul 18, 2022 | 9:45 AM

| Edited By: Dipankar Ghoshal

Jul 18, 2022 | 9:45 AM




মাত্র ৯ বছর বয়সে মহারাষ্ট্র অনূর্ধ্ব ১৫ এবং ১১ বছরে অনূর্ধ্ব ১৯ দলে জায়গা পান স্মৃতি মান্ধানা। বর্তমানে জাতীয় দলের সহ অধিনায়ক তিনি। স্টপ গ্যাপ হিসেবে ভারতকে (BCCI) নেতৃত্বও দিয়েছেন স্মৃতি। (ছবি: ইনস্টাগ্রাম)

মাত্র ৯ বছর বয়সে মহারাষ্ট্র অনূর্ধ্ব ১৫ এবং ১১ বছরে অনূর্ধ্ব ১৯ দলে জায়গা পান স্মৃতি মান্ধানা। বর্তমানে জাতীয় দলের সহ অধিনায়ক তিনি। স্টপ গ্যাপ হিসেবে ভারতকে (BCCI) নেতৃত্বও দিয়েছেন স্মৃতি। (ছবি: ইনস্টাগ্রাম)

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) অফ ড্রাইভ বারবার দেখতে ইচ্ছে করে। দু-জনের আরেকটা মিলও রয়েছে। সৌরভ ডান হাতি হলেও ছোটবেলায় দাদার ক্রিকেট কিট ব্যবহার করতেন। একই ভাবে স্মৃতিও দাদার কিট ব্যবহার করার ফলেই বাঁ হাতি ব্যাটার হয়েছেন। (ছবি: ইনস্টাগ্রাম)

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) অফ ড্রাইভ বারবার দেখতে ইচ্ছে করে। দু-জনের আরেকটা মিলও রয়েছে। সৌরভ ডান হাতি হলেও ছোটবেলায় দাদার ক্রিকেট কিট ব্যবহার করতেন। একই ভাবে স্মৃতিও দাদার কিট ব্যবহার করার ফলেই বাঁ হাতি ব্যাটার হয়েছেন। (ছবি: ইনস্টাগ্রাম)

সব ফরম্যাটেই আইসিসির (ICC) বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন স্মৃতি। একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় (সেনা কাউন্ট্রি) শতরান রয়েছে। (ছবি: ইনস্টাগ্রাম)

সব ফরম্যাটেই আইসিসির (ICC) বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন স্মৃতি। একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় (সেনা কাউন্ট্রি) শতরান রয়েছে। (ছবি: ইনস্টাগ্রাম)

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১৩ সালে। স্মৃতি মান্ধানার বয়স তখন সবে ১৬ বছর ২৬৬ দিন। বাংলাদেশের বিরুদ্ধে (টি ২০) ৩৬ বলে ৩৯ করেন তিনি। ভারত জেতে ১০ রানে। (ছবি: ইনস্টাগ্রাম)

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১৩ সালে। স্মৃতি মান্ধানার বয়স তখন সবে ১৬ বছর ২৬৬ দিন। বাংলাদেশের বিরুদ্ধে (টি ২০) ৩৬ বলে ৩৯ করেন তিনি। ভারত জেতে ১০ রানে। (ছবি: ইনস্টাগ্রাম)

পুরুষ এবং মহিলা ক্রিকেটে ভারতের প্রথম গোলাপি টেস্টে শতরানের নজির রয়েছে বিরাট কোহলি (Virat Kohli) (প্রতিপক্ষ বাংলাদেশ) এবং স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া)। কাকতলীয় হলেও, দু জনেরই জার্সি নম্বর ১৮। (ছবি: টুইটার)

পুরুষ এবং মহিলা ক্রিকেটে ভারতের প্রথম গোলাপি টেস্টে শতরানের নজির রয়েছে বিরাট কোহলি (Virat Kohli) (প্রতিপক্ষ বাংলাদেশ) এবং স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া)। কাকতলীয় হলেও, দু জনেরই জার্সি নম্বর ১৮। (ছবি: টুইটার)

২০১৯ সালে অর্জুন পুরস্কার জেতেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই নির্ভরযোগ্য ওপেনার। (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৯ সালে অর্জুন পুরস্কার জেতেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই নির্ভরযোগ্য ওপেনার। (ছবি: ইনস্টাগ্রাম)






Most Read Stories


Leave a Reply