নতুন মরসুমে এই জার্সিতে দেখা যাবে না রয়-কে।
Image Credit source: TWITTER
রয় কৃষ্ণর সঙ্গে গভীর বন্ধুত্ব অজানা নয়। তখন থেকেই জল্পনা চলছিল, প্রবীরের পথেই কি রয়? উত্তর মিলল অবশেষে।
কলকাতা : এটিকে মোহনবাগানকে (ATK Mohunbagan) বিদায়। দীর্ঘ তিন বছরের সম্পর্কে ইতি। বেঙ্গালুরু এফসিতে (Bengaluru FC) সই করলেন ফিজির ফুটবলার রয় কৃষ্ণা (Roy Krishna)। ২০১৯ সালে এটিকে-তে যোগ দেন রয়। এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তির পরও সবুজ মেরুনেই ছিলেন। এটিকে মোহনবাগানের হয়ে ৮৮ ম্যাচে ৫৪ গোল। ইন্ডিয়ান সুপার লিগে দু-বার সর্বাধিক গোলদাতা রয় কৃষ্ণা। দীর্ঘ সাত বছর পর এবারই এটিকে মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছেন প্রবীর দাস। রয় কৃষ্ণর সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব অজানা নয়। তখন থেকেই জল্পনা চলছিল, প্রবীরের পথেই কি রয়! উত্তর মিলল অবশেষে। সরকারীভাবে বেঙ্গালুরু এফসির তরফে রয় কৃষ্ণার সই করার কথা ঘোষণা হল।
বিস্তারিত আসছে…