Shelly-Ann Fraser-Pryce: ৩৫-এ বিরল কৃতিত্ব, সন্তান সামলে ১০০ মিটারে রেকর্ড সুপার মম ফ্রেজার প্রাইসের


দুরন্ত ফ্রেজার-প্রাইস

Image Credit source: Twitter

জামাইকান কিংবদন্তি স্প্রিন্টার শেলি অ্যান ফ্রেজার প্রাইস। ৩৫ বছর বয়সে ১০০ মিটারে গড়লেন বিশ্ব রেকর্ড।

ওরিগন: বাড়িতে চার বছরের ছেলে জেয়ন। বয়স পঁয়ত্রিশের কোঠায়। তবে বয়স বা সন্তান কোনওটাই তাঁর গতি’রোধ করতে পারেনি। বিশ্ব মঞ্চে ১০০ মিটারে দাপিয়ে বেড়াচ্ছেন জামাইকান স্প্রিন্টার শেলি অ্যান ফ্রেজার প্রাইস ()Shelly-Ann Fraser-Pryce। ওরিগনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championships) ১০০ মিটারে ফের চ্যাম্পিয়ন জামাইকান কিংবদন্তি প্রাইস। মাত্র ১০.৬৭ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে যা রেকর্ড। এটা পঞ্চম খেতাব প্রাইসের। ২০০৯, ২০১৩, ২০১৫, ২০১৯ সালের পর ২০২২। ৩৫ বছর বয়সে ট্র্যাকে তাঁর গতি অবাক করেছে বিশ্বকে। উসেইন বোল্টের দেশের আরও এক স্প্রিন্টার অলিম্পিকে ৮ বারের পদক জয়ী। প্রাইসের পরে রয়েছেন শেরিকা জ্যাকসন (১০:৭৩)। চার বারের অলিম্পিকে পদক জয়ী এলাইন থম্পসন হেরাথ শেষ করেন তৃতীয় স্থানে। ব্যক্তিগত ১০.৮১ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করে থম্পসনের ঝুলিতে গিয়েছে ব্রোঞ্জ পদক।

ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাতে অনুষ্ঠিত ১০০ মিটারের দৌড় শুরুর আগে দর্শকদের ভাবনাটা অন্যরকম ছিল। ১০০ মিটারে দুনিয়ায় শেলি ছাড়া যিনি বিশ্বমঞ্চ দাপাচ্ছেন সেই থম্পসন হেরার দিকে তাকিয়ে ছিলেন অনুরাগীরা। বিশ্ব অ্যাথলেটিক্সের ট্র্যাকে ফ্লোরেন্স গ্রিফিথ জয়নারের ৩৪ বছরের রেকর্ড ভেঙে ফেলবেন থম্পসন। আশা ছিল এমনটাই। মেয়েদের ১০০ মিটারে দ্রুততম মানবী এখনও ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার। ১০.৪৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছিলেন তিনি। তাঁর পরেই রয়েছেন থম্পসন (১০.৫৪ সেকেন্ড) ও ফ্রেজার প্রাইস (১০.৬০)। তবে হিসেব উল্টে দিলেন ফ্রেজার প্রাইস। ব্লন্ড ও সবুজের মিশেলে লম্বা চুল হাওয়ায় উড়িয়ে জয়ের লাফ দিলেন। থম্পসন এবং জ্যাকসনকে পিছনে ফেলে দৌড় সম্পূর্ণ করেন ১০.৬৭ সেকেন্ডে। যদিও এদিন ফ্লোরেন্সের বিশ্বরেকর্ডের কাছাকাছি পৌঁছনো সম্ভব হয়নি প্রাইসদের পক্ষে। বিশ্বরেকর্ড ভাঙা সম্ভব না হলেও বিশ্ব অ্যাথলেটিক্সে মারিওন জোনসের ২৩ বছরের রেকর্ড ভেঙেচুরে খান শেলি-অ্যান ফ্রোজারের পায়ে। ১৯৯৯ সালে ১০.৭০ সেকেন্ডে ১০০ মিটার দৌড় সম্পূর্ণ করেছিলেন জোনস। সবচেয়ে বড় কথা হল, বিশ্ব মিটে সোনা, রুপো আর ব্রোঞ্জ জেতা তিন জনই জামাইকান।

বিশ্ব অ্যাথলেটিক্সের সাফল্যে চওড়া হাসি পঁয়ত্রিশের প্রাইসের মুখে। গতবছর টোকিয়ো অলিম্পিকসে যে হাসি কোথায় মিলিয়ে গিয়েছিল। ১০০ মিটারে মাত্র ০.১৩ সেকেন্ডের জন্য দ্বিতীয় স্থানে শেষ করেন। নিজের পারফরম্যান্সে গর্বিত জামাইকান স্প্রিন্ট কিংবদন্তি বলেন, “ভীষণ স্পেশাল মুহূর্ত। একশো মিটারে এটা আমার পঞ্চম বিশ্ব খেতাব। আর সেটা করছি ৩৫ বছর বয়সে। হ্যাঁ, ৩৫ বছর বয়সে!”এর পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্র্যাক ইভেন্টে পাঁচটি সোনার পদক জয়ী প্রথম অ্যাথলিট তিনি। অ্যাথলেটিক্স জগতে শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস পরিচিত ‘পকেট রকেট’ নামে। ৩৫ বছরও নামের প্রতি সুবিচার করে আসছেন প্রাইস। কুর্নিশ জানাচ্ছে ক্রীড়া বিশ্ব।



Leave a Reply