Alica Schmidt: ট্র্যাকে চলল না জাদু, বিশ্ব চ্যাম্পিয়নশিপে হার পৃথিবী সেরা সুন্দরী অ্যাথলিটের


বিশ্বের সবচেয়ে সেক্সি অ্যাথলিটের তকমা তাঁর গায়ে। ওরিগনের চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নেন জার্মানির অ্যালিকা স্কেমিট। প্রচারের আলো সবসময়ই থাকে তাঁর উপর। তাই প্রত্যাশার চাপ নিয়ে বিশ্ব মিটে নেমেছিলেন ২৩ বছরের এই ডাকসাইটে সুন্দরী।


Jul 19, 2022 | 7:00 AM

| Edited By: Tithimala Maji

Jul 19, 2022 | 7:00 AM




বিশ্বের সবচেয়ে সেক্সি অ্যাথলিটের তকমা তাঁর গায়ে। ওরিগনের চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নেন জার্মানির অ্যালিকা স্কেমিট। প্রচারের আলো সবসময়ই থাকে তাঁর উপর। তাই প্রত্যাশার চাপ নিয়ে বিশ্ব মিটে নেমেছিলেন ২৩ বছরের এই ডাকসাইটে সুন্দরী।(ছবি:ইনস্টাগ্রাম)

বিশ্বের সবচেয়ে সেক্সি অ্যাথলিটের তকমা তাঁর গায়ে। ওরিগনের চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নেন জার্মানির অ্যালিকা স্কেমিট। প্রচারের আলো সবসময়ই থাকে তাঁর উপর। তাই প্রত্যাশার চাপ নিয়ে বিশ্ব মিটে নেমেছিলেন ২৩ বছরের এই ডাকসাইটে সুন্দরী।(ছবি:ইনস্টাগ্রাম)

সৌন্দর্য ও দারুণ ফ্যাশন সেন্সের দৌলতে শিরোনামে থাকা স্কেমিট অবশ্য ট্র্যাকে তেমন কামাল করতে পারলেন না। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের অভিষেকে হারের দুঃখ নিয়ে ফিরলেন। ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতেই পারলেন না।(ছবি:ইনস্টাগ্রাম)

সৌন্দর্য ও দারুণ ফ্যাশন সেন্সের দৌলতে শিরোনামে থাকা স্কেমিট অবশ্য ট্র্যাকে তেমন কামাল করতে পারলেন না। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের অভিষেকে হারের দুঃখ নিয়ে ফিরলেন। ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতেই পারলেন না।(ছবি:ইনস্টাগ্রাম)

৪x৪০০ মিটার মিক্সড রিলের ফাইনালে না পৌঁছতে পেরে জার্মান দৌড়বিদ তাঁর মনখারাপের কথা ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে লিখেছেন। এমন ফলাফল তিনি মোটেও আশা করেননি। (ছবি:ইনস্টাগ্রাম)

৪x৪০০ মিটার মিক্সড রিলের ফাইনালে না পৌঁছতে পেরে জার্মান দৌড়বিদ তাঁর মনখারাপের কথা ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে লিখেছেন। এমন ফলাফল তিনি মোটেও আশা করেননি। (ছবি:ইনস্টাগ্রাম)

 পদক না এলেও কেরিয়ারের প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে এনেছেন অ্যালিকা। যা আগামী দিনে তাঁর অ্যাথলেটিক্স কেরিয়ারে সাহায্য করবে। (ছবি:ইনস্টাগ্রাম)

পদক না এলেও কেরিয়ারের প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে এনেছেন অ্যালিকা। যা আগামী দিনে তাঁর অ্যাথলেটিক্স কেরিয়ারে সাহায্য করবে। (ছবি:ইনস্টাগ্রাম)

২৩ বছরের অ্যালিকা স্কেমিট খেলা ও মডেলিং- দুটোকে সমানভাবে এগিয়ে নিয়ে চলেছেন। মাসকয়েক আগে একটি কুইজ শো-য়ের মাধ্যমে টেলিভিশন জগতে পা রাখেন।(ছবি:ইনস্টাগ্রাম)

২৩ বছরের অ্যালিকা স্কেমিট খেলা ও মডেলিং- দুটোকে সমানভাবে এগিয়ে নিয়ে চলেছেন। মাসকয়েক আগে একটি কুইজ শো-য়ের মাধ্যমে টেলিভিশন জগতে পা রাখেন।(ছবি:ইনস্টাগ্রাম)

অ্যালিকার চোখ ধাঁধানো ফিগার তাঁকে সবচেয়ে সেক্সি অ্যাথলিটের তকমা দিয়েছেন। এমন চেহারা ধরে রাখতে দিনরাত পরিশ্রম করেন। জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের ফিটনেস কোচ হিসেবেও অতীতে কাজ করেছেন অ্যালিকা স্কেমিট।(ছবি:ইনস্টাগ্রাম)

অ্যালিকার চোখ ধাঁধানো ফিগার তাঁকে সবচেয়ে সেক্সি অ্যাথলিটের তকমা দিয়েছেন। এমন চেহারা ধরে রাখতে দিনরাত পরিশ্রম করেন। জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের ফিটনেস কোচ হিসেবেও অতীতে কাজ করেছেন অ্যালিকা স্কেমিট।(ছবি:ইনস্টাগ্রাম)






Most Read Stories


Leave a Reply