Image Credit source: TWITTER
পাকিস্তান অধিনায়ক বাবর আজম, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন, প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের মতো অনেকেও বিরাটের পাশে দাঁড়িয়েছেন।
মুম্বাই: রোগ হয়তো বিরাট কোহলি নিজেও জানেন। কিন্তু ওষুধ! তারও হয়তো জানা নেই। থাকলে এতদিন সমাধান করে ফেলতেন। ২০১৯’র নভেম্বর। ইডেনে গোলাপি বলে দিন রাতের টেস্টে শেষ আন্তর্জাতিক শতরান। এরপর হাতে গোনা কয়েক বার ৮০-র ঘরে পৌঁছেছিলেন। এবার ইংল্যান্ড সফরে সব ফরম্যাট মিলিয়ে ৬ ইনিংসে বিরাটের রান মাত্র ৭৬। অফ স্টাম্পের বাইরে দুর্বলতা। কিং কোহলি (King Kohli) একের পর এক ম্যাচে একই ভাবে আউট হওয়া। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারকে দল থেকে বাদ দেওয়ারও প্রশ্ন উঠছে। বিরাটকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। বিরাটের কাছে মাত্র ২০ মিনিট চাইছেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে বিরাট কোহলি। তাঁকে ক্রিকেটে ফের দেখা যেতে পারে এশিয়া কাপে। হাতে বেশ কিছুটা সময়। ক্রিকেটীয়, টোকনিকাল কিংবা মানসিক যে সমস্যাই থাক না কেন, সেগুলো শুধরে নিয়ে দ্রুত ফর্মে ফেরাই লক্ষ্য বিরাট কোহলির। এ বিষয়ে তাঁকে সহযোগিতা করেতে চাইছেন সানি গাভাসকর। বিরাট সহযোগিতা নেবেন কি না, সেটাই আসল। কিংবদন্তি সুনীল গাভাসকর বলেছেন, ‘ওর কাছে ২০ মিনিট পেলে, ওকে বোঝাতে পারতাম, কোন বিষয়গুলো করা যেতে পারে। হয়তো এই পরামর্শগুলো ওকে সাহায্য করতেও পারে। আমি বলছি না, এটি ওকে সাহায্য করবেই। কিন্তু করতেও পারে। বিশেষ করে অফ স্টাম্পের বাইরের ডেলিভারির ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে, সেটা ঠিক করা যেতেই পারে।
অফ স্টাম্প লাইনে ডেলিভারি সামলানোর সমস্যা খুবই ভাল বোঝেন সুনীল গাভাসকর। তিনি নিজে ওপেনিং ব্যাটার ছিলেন। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক পার করেছিলেন সানি। করিডর-এ ক্যাচ দেওয়ার প্রলোভন কী ভাবে আটকানো যায়, তা সুনীল গাভাসকর খুবই ভালোভাবে বোঝাতে পারবেন। বলছেন, ‘আমি নিজে ওপেনিং ব্যাটার ছিলাম। অফ স্টাম্প লাইনে বহু বার সমস্যায় পড়েছি। নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে, সেগুলো হয়তো করা যেতেই পারে।’
কিছুদিন আগেই বিশ্ব জয়ী ভারত অধিনায়ক কপিল দেব মন্তব্য করেছিলেন, অশ্বিনের মতো ক্রিকেটারকে যদি বাদ দেওয়া যায়, বিরাট কোহলিকে কেন নয়! এমন অনেক প্রশ্নই উঠছে কোহলির ফর্ম নিয়ে। টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক রোহিত শর্মা বারবার বলছেন, বিরাটের ফর্মে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। পাকিস্তান অধিনায়ক বাবর আজম, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন, প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের মতো অনেকেও বিরাটের পাশে দাঁড়িয়েছেন।
ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে। বিরাট কোহলি বিশ্রামে। বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মাও সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন। এবার কিংবদন্তি সুনীল গাভাসকর। একটা সময়, ঋষভ পন্থকেও খেলার ধরন নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। এখন সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে অপরাজিত শতরানে সিরিজ জয়ে বড় ভূমিকা নিয়েছেন ঋষভ। গাভাসকর বলছেন, ‘ঘুরে ফিরে সেই একই বিষয় বলতে হচ্চে। তোমার প্রথম ভুলটাই যেন, শেষ হয়। বিরাট যেহেতু রানের মধ্যে নেই, প্রতিটা বলই খেলার চেষ্টা করছে। তবে এই সিরিজে ভাল ডেলিভারিতেও আউট হয়েছে বিরাট।’