CWG 2022: কমনওয়েলথের মাসকট বানিয়ে তাক লাগিয়ে দিল ১০ বছরের এমা লো


CWG 2022: কমনওয়েলথের মাসকট বানিয়ে তাক লাগিয়ে দিল ১০ বছরের এমা লো

Image Credit source: Twitter

Commonwealth Games 2022: খুদে এমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার ডিজাইন করা মাসকটকে নিয়ে এক উপস্থাপক হাজির হয় এমার বাড়িতে। যাকে দেখে যারপরনাই খুশি হয় ছোট্ট এমা।

লন্ডন: আসন্ন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) মাসকট (Mascot) হল ‘পেরি দ্য বুল’। দারুণ মিষ্টি দেখতে। আর এই সুন্দর মাসকটের মধ্য দিয়ে ফুটে উঠেছে বার্মিংহ্যাম ও ওয়েস্ট মিডল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি। আর এ বারের কমনওয়েলথের মাসকট ‘পেরি’-কে বানিয়ে চমকে দিয়েছে ১০ বছরের এমা লো (Emma Lou)। যুক্তরাজ্যে ৫-১৫ বছর বয়সী বাচ্চাদের মধ্যে এ বারের কেমনওয়েলথ গেমসের মাসকটের ডিজাইন করার জন্য একখানা প্রতিযোগিতা হয়েছিল। আর তাতেই চ্যাম্পিয়ন হয়েছে এমা। খুদে এমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার ডিজাইন করা মাসকটকে নিয়ে এক উপস্থাপক হাজির হয় এমার বাড়িতে। যাকে দেখে যারপরনাই খুশি হয় ছোট্ট এমা।

কমনওয়েলথের মাসকট বানানোর প্রতিযোগিতায় যে এমা চ্যাম্পিয়ন হয়েছে, তা জানতই না এমা। ওই উপস্থাপক এমার ডিজাইন করা মাসকটকে তার বাড়ির দরজার সামনে নিয়ে গিয়ে হাজির হলে রীতিমতো চমকে যায় এমা। তার আঁকা ছবি বাস্তবায়িত হয়ে তার চোখের সামনে দাঁড়িয়ে, এটা প্রথমে বিশ্বাসই হচ্ছিল না এমার। ঘোর কাটতেই এমা বুঝতে পারে সত্যিটা। এরপরই সে জানায়, কোন ভাবনা থেকে আঁকার খাতায় ‘পেরি’-কে ফুটিয়ে তুলেছিল সে।

এমার কথায়, “এর মধ্যে ষড়ভুজ রয়েছে। কারণ, সেখানে তিনখানা সমবাহু ত্রিভুজ আছে। এর অর্থ সকলে একে অপরের ওপর নির্ভর করে।” এবং মাসকট বানানোর জন্য ষাঁড় বেছে নেওয়ার কারণ হিসেবে এমা বলে, “বার্মিংহ্যামের জনপ্রিয় বুলরিংয়ের জন্য।”

এমা লো-র ডিজাইনটি চূড়ান্ত হিসেবে বেছে নেওয়ার পর মাসকটে তার আকার দেওয়া হয়। বার্মিংহ্যাম এবং ওয়েস্ট মিডল্যান্ডের ৫০জন বাচ্চা মাসকটের বৈশিষ্ট্য, মূল্যবোধ এবং চালচলন তৈরি করেছে। যা পেরির ব্যক্তিত্বকে অনুপ্রাণিত করতে বিশেষভাবে সাহায্য করেছে।

‘পেরি’-কে কমনওয়েলথের উদ্বোধনী অনুষ্ঠানে দেখার অপেক্ষায় রয়েছে এমা। তাঁর কথায়, “আমি বার্মিংহ্যামের বুলরিংয়ের কারণে ষাঁড় বেছে নিয়েছি। এবং আমি ষড়ভুজ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি কারণ এটি সবচেয়ে শক্তিশালী আকৃতি। ও পুরো বিশ্ব একে অপরের উপর নির্ভর করে।”

এই খবরটিও পড়ুন





Leave a Reply