Durand Cup : প্রকাশিত হল ডুরান্ড কাপের সূচি, শুরুতেই ডার্বি, বাকি ম্যাচের দিনও জেনে নিন


দীর্ঘ তিন বছর পর ডুরান্ড কাপে খেলবে দুই প্রধান।

Image Credit source: TWITTER

কলকাতা : আগামী ১৬ অগস্ট শুরু হচ্ছে দেশের ঐতিহ্যশালী ডুরান্ড কাপ (Durand Cup)। প্রত্য়াশামতোই প্রতিযোগিতা শুরু হচ্ছে কলকাতা ডার্বি (Kolkata Derby) দিয়ে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী দু-দলের সাক্ষাতের এই ম্যাচের টাইম জানানো হয়নি। ১৬ অগস্ট যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal) এবং এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। দীর্ঘ তিন বছর পর ডুরান্ড কাপে খেলবে দুই প্রধান। আইএসএলে কলকাতা ডার্বি দেখা গেলেও যুবভারতী ডার্বির স্বাদ পেতে চলেছে আড়াই বছর পর।

এক নজরে এটিকে মোহনবাগানের সূচি

১৬ অগস্ট বনাম ইস্টবেঙ্গল

২০ অগস্ট বনাম রাজস্থান ইউনাইটেড

২৪ অগস্ট বনাম ইন্ডিয়ান নেভি

২৮ অগস্ট বনাম মুম্বাই সিটি এফসি

এক নজরে ইস্টবেঙ্গলের সূচি

১৬ অগস্ট বনাম এটিকে মোহনবাগান

২২ অগস্ট বনাম মুম্বাই সিটি এফসি

২৬ অগস্ট বনাম রাজস্থান ইউনাইটেড

৩ সেপ্টেম্বর বনাম ইন্ডিয়ান নেভি

এক নজরে মহমেডানের সূচি

১৯ অগস্ট বনাম এফসি গোয়া

২৫ অগস্ট বনাম বেঙ্গালুরু এফসি

৩১ অগস্ট বনাম জামশেদপুর

৪ সেপ্টেম্বর বনাম ইন্ডিয়ান এয়ার ফোর্স

Leave a Reply