Lesbian Tennis Player: ‘আমি সমকামী’, স্বীকারোক্তি রুশ টেনিস খেলোয়াড়ের, পুতিনের রোষে পড়ার আশঙ্কা


Daria Kasatkina:চমকে দিলেন রাশিয়ার টেনিস তারকা দারিয়া কাসাতকিনা। একটি সাক্ষাৎকারে সমকামী সম্পর্কের কথা খোলাখুলি স্বীকার করেছেন ২৫ বছরের তরুণী। ভ্লাদিমির পুতিনের দেশের পয়লা নম্বর টেনিস খেলোয়াড় দারিয়ার আশঙ্কা, এই স্বীকারোক্তির পর আর দেশে ঢুকতে পারবেন না তিনি।


Jul 20, 2022 | 5:48 PM

| Edited By: Tithimala Maji

Jul 20, 2022 | 5:48 PM




চমকে দিলেন রাশিয়ার টেনিস তারকা দারিয়া কাসাতকিনা। একটি সাক্ষাৎকারে সমকামী সম্পর্কের কথা খোলাখুলি স্বীকার করেছেন ২৫ বছরের তরুণী। ভ্লাদিমির পুতিনের দেশের পয়লা নম্বর টেনিস খেলোয়াড় দারিয়ার আশঙ্কা, এই স্বীকারোক্তির পর আর দেশে ঢুকতে পারবেন না তিনি।(ছবি:ইনস্টাগ্রাম)

চমকে দিলেন রাশিয়ার টেনিস তারকা দারিয়া কাসাতকিনা। একটি সাক্ষাৎকারে সমকামী সম্পর্কের কথা খোলাখুলি স্বীকার করেছেন ২৫ বছরের তরুণী। ভ্লাদিমির পুতিনের দেশের পয়লা নম্বর টেনিস খেলোয়াড় দারিয়ার আশঙ্কা, এই স্বীকারোক্তির পর আর দেশে ঢুকতে পারবেন না তিনি।(ছবি:ইনস্টাগ্রাম)

মহিলা ফিগার স্কেটার নাতালিয়া জাবিয়াকোর সঙ্গে সম্পর্কে রয়েছেন দারিয়া। সাক্ষাৎকারে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলে বিপাকে পড়তে পারেন। এমনই আশঙ্কা করছেন রুশ টেনিস খেলোয়াড়ের। (ছবি:ইনস্টাগ্রাম)

মহিলা ফিগার স্কেটার নাতালিয়া জাবিয়াকোর সঙ্গে সম্পর্কে রয়েছেন দারিয়া। সাক্ষাৎকারে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলে বিপাকে পড়তে পারেন। এমনই আশঙ্কা করছেন রুশ টেনিস খেলোয়াড়ের। (ছবি:ইনস্টাগ্রাম)

বর্তমানে বিশ্ব টেনিস ক্রমতালিকার ১২ নম্বর খেলোয়াড় দারিয়া কাসাতকিনা সাক্ষাৎকারের পর ইনস্টাগ্রামে সঙ্গীর সঙ্গে ছবি পোস্ট করেন। নাতালিয়াকে ট্যাগ করে লেখেন, 'মাই কিউটি পাই'। রুশ খেলোয়াড় বলেছেন, দেশে থাকলে কোনওদিন সঙ্গীর হাত ধরতে পারবেন না।(ছবি:ইনস্টাগ্রাম)

বর্তমানে বিশ্ব টেনিস ক্রমতালিকার ১২ নম্বর খেলোয়াড় দারিয়া কাসাতকিনা সাক্ষাৎকারের পর ইনস্টাগ্রামে সঙ্গীর সঙ্গে ছবি পোস্ট করেন। নাতালিয়াকে ট্যাগ করে লেখেন, ‘মাই কিউটি পাই’। রুশ খেলোয়াড় বলেছেন, দেশে থাকলে কোনওদিন সঙ্গীর হাত ধরতে পারবেন না।(ছবি:ইনস্টাগ্রাম)

প্রসঙ্গত, রাশিয়ায় সমকামী সম্পর্কিত প্রচার মিছিল অবৈধ। ২০১৩ সালে সমকামিতার প্রচার সম্পর্কিত সবরকম মিছিল, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাশিয়ায়। তাই এরপর রাশিয়ায় থাকা হয়তো দারিয়ার পক্ষে অসম্ভব হয়ে পড়বে।(ছবি:ইনস্টাগ্রাম)

প্রসঙ্গত, রাশিয়ায় সমকামী সম্পর্কিত প্রচার মিছিল অবৈধ। ২০১৩ সালে সমকামিতার প্রচার সম্পর্কিত সবরকম মিছিল, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাশিয়ায়। তাই এরপর রাশিয়ায় থাকা হয়তো দারিয়ার পক্ষে অসম্ভব হয়ে পড়বে।(ছবি:ইনস্টাগ্রাম)

মারিয়া শারাপোভার দেশের টেনিস খেলোয়াড় বলছেন, "কাউকে সমকামী হতে হয় না। এই ধারণাটা হাস্যস্পদ। এই পৃথিবীতে স্ট্রেট হওয়ার থেকে সহজ কিছু হতে পারে না। রাশিয়াতে থেকে সমলিঙ্গে প্রেম, বিবাহ অপরাধ। এমনটা করা মানে নিজেকে বিপদে ফেলা। কিন্তু আমার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না।"(ছবি:ইনস্টাগ্রাম)

মারিয়া শারাপোভার দেশের টেনিস খেলোয়াড় বলছেন, “কাউকে সমকামী হতে হয় না। এই ধারণাটা হাস্যস্পদ। এই পৃথিবীতে স্ট্রেট হওয়ার থেকে সহজ কিছু হতে পারে না। রাশিয়াতে থেকে সমলিঙ্গে প্রেম, বিবাহ অপরাধ। এমনটা করা মানে নিজেকে বিপদে ফেলা। কিন্তু আমার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না।”(ছবি:ইনস্টাগ্রাম)






Most Read Stories


Leave a Reply