Messi: মেসির দুরন্ত গোলে প্রস্তুতি ম্যাচে জয় পেল পিএসজি


PSG vs Kawasaki Frontale: প্রাক মরসুম জাপান সফরের সূচনাটা দারুণ হল পিএসজির। ফ্রেন্ডলি ম্যাচে স্থানীয় ক্লাব কাওয়াসাকি ফ্রন্টটেলের বিরুদ্ধে ২-১ গোলে জিতল পিএসজি। জাপান ন্যাশনাল স্টেডিয়ামের এই ম্যাচে গোল করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।


Jul 20, 2022 | 7:59 PM

| Edited By: Tithimala Maji

Jul 20, 2022 | 7:59 PM




প্রাক মরসুম জাপান সফরের সূচনাটা দারুণ হল পিএসজির। ফ্রেন্ডলি ম্যাচে স্থানীয় ক্লাব কাওয়াসাকি ফ্রন্টটেলের বিরুদ্ধে ২-১ গোলে জিতল পিএসজি। জাপান ন্যাশনাল স্টেডিয়ামের এই ম্যাচে গোল করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।(ছবি:টুইটার)

প্রাক মরসুম জাপান সফরের সূচনাটা দারুণ হল পিএসজির। ফ্রেন্ডলি ম্যাচে স্থানীয় ক্লাব কাওয়াসাকি ফ্রন্টটেলের বিরুদ্ধে ২-১ গোলে জিতল পিএসজি। জাপান ন্যাশনাল স্টেডিয়ামের এই ম্যাচে গোল করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।(ছবি:টুইটার)

প্রাক মরসুম সফরে জাপান সফরে এসেছে ফরাসি জায়ান্ট পিএসজি। জে লিগের তিনটি ক্লাব কাওয়াসাকি ফ্রন্টটেল, উরাওয়া রেড ও গাম্বা ওসাকা-র সঙ্গে খেলা রয়েছে মেসিদের। দলের তিন স্তম্ভ লিওনেল মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপে দলের সঙ্গে ১০ দিনের জাপান সফরে এসেছেন।(ছবি:টুইটার)

প্রাক মরসুম সফরে জাপান সফরে এসেছে ফরাসি জায়ান্ট পিএসজি। জে লিগের তিনটি ক্লাব কাওয়াসাকি ফ্রন্টটেল, উরাওয়া রেড ও গাম্বা ওসাকা-র সঙ্গে খেলা রয়েছে মেসিদের। দলের তিন স্তম্ভ লিওনেল মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপে দলের সঙ্গে ১০ দিনের জাপান সফরে এসেছেন।(ছবি:টুইটার)

আজ, বুধবার ছিল কাওয়াসাকি ফ্রন্টটেলের সঙ্গে প্রথম প্রীতি ম্যাচ। জাপান ন্যাশনাল স্টেডিয়ামের দর্শকদের উদ্বেল করে প্রথমার্ধে গোল করেন লিওনেল মেসি। ৩২ মিনিটের মাথায় আশরাফ হাকিমির পাস থেকে নেটে বল জড়ান আর্জেন্টাইন মহাতারকা। প্রথমার্ধে এগিয়ে যায় পিএসজি। (ছবি:টুইটার)

আজ, বুধবার ছিল কাওয়াসাকি ফ্রন্টটেলের সঙ্গে প্রথম প্রীতি ম্যাচ। জাপান ন্যাশনাল স্টেডিয়ামের দর্শকদের উদ্বেল করে প্রথমার্ধে গোল করেন লিওনেল মেসি। ৩২ মিনিটের মাথায় আশরাফ হাকিমির পাস থেকে নেটে বল জড়ান আর্জেন্টাইন মহাতারকা। প্রথমার্ধে এগিয়ে যায় পিএসজি। (ছবি:টুইটার)

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড আরনাদ কালিমুয়েন্ডো। ২-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।(ছবি:টুইটার)

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড আরনাদ কালিমুয়েন্ডো। ২-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।(ছবি:টুইটার)

ফরাসি জায়ান্টদের বিরুদ্ধে ম্যাচের ৮৫ মিনিটে গোল করেন কাওয়াসাকির কাজায়ু ইয়ামামুরা। ম্যাচ শেষ হয় ২-১ ব্যবধানে। সফরে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা।(ছবি:টুইটার)

ফরাসি জায়ান্টদের বিরুদ্ধে ম্যাচের ৮৫ মিনিটে গোল করেন কাওয়াসাকির কাজায়ু ইয়ামামুরা। ম্যাচ শেষ হয় ২-১ ব্যবধানে। সফরে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা।(ছবি:টুইটার)

পিএসজি-র জার্সি গায়ে গত মরসুমটা তেমন ভালো কাটেনি লিওনেল মেসির। আসন্ন মরসুমে পিএসজি সমর্থকদের সব ইচ্ছা পূরণ করে দেবেন। কথা দিয়েছেন তিনি।(ছবি:টুইটার)

পিএসজি-র জার্সি গায়ে গত মরসুমটা তেমন ভালো কাটেনি লিওনেল মেসির। আসন্ন মরসুমে পিএসজি সমর্থকদের সব ইচ্ছা পূরণ করে দেবেন। কথা দিয়েছেন তিনি।(ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply