Overseas Cricketers: কেউ মজে ভারতীয় খাবারে, কেউ বাঙালি কন্যেতে! বিদেশি ক্রিকেটারদের ভারত-প্রীতি


ভারতে ক্রিকেট নিয়ে মাতামাতি বিদেশি ক্রিকেটারদের বেশ পছন্দের। খেলতে এসে ভারতীয় অনুরাগীদের ভালোবাসা, সমর্থন পান। অনেকে যা নিজের দেশ থেকেও পান না। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ভারতের যোগাযোগ আরও মজবুত করেছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। খেলতে এসে এদেশের মানুষ, সংস্কৃতি, উৎসবের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন, এমন কয়েকজন বিদেশি ক্রিকেটারের বিষয়ে জানব আজ।


Jul 20, 2022 | 9:30 AM

| Edited By: Tithimala Maji

Jul 20, 2022 | 9:30 AM




ভারতে ক্রিকেট নিয়ে মাতামাতি বিদেশি ক্রিকেটারদের বেশ পছন্দের। খেলতে এসে ভারতীয় অনুরাগীদের ভালোবাসা, সমর্থন পান। অনেকে যা নিজের দেশ থেকেও পান না। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ভারতের যোগাযোগ আরও মজবুত করেছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। খেলতে এসে এদেশের মানুষ, সংস্কৃতি, উৎসবের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন, এমন কয়েকজন বিদেশি ক্রিকেটারের বিষয়ে জানব আজ। (ছবি: টুইটার)

ভারতে ক্রিকেট নিয়ে মাতামাতি বিদেশি ক্রিকেটারদের বেশ পছন্দের। খেলতে এসে ভারতীয় অনুরাগীদের ভালোবাসা, সমর্থন পান। অনেকে যা নিজের দেশ থেকেও পান না। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ভারতের যোগাযোগ আরও মজবুত করেছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। খেলতে এসে এদেশের মানুষ, সংস্কৃতি, উৎসবের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন, এমন কয়েকজন বিদেশি ক্রিকেটারের বিষয়ে জানব আজ। (ছবি: টুইটার)

ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া): বাঁ হাতি ব্যাটার বাইশ গজে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার চেন্নাই সুপার কিংসের সঙ্গে জড়িত ছিলেন। সেইসময় ভারতীয় সমর্থকদের ভালোবাসায় অভিভূত হয়ে যান হেডেন। এ দেশের ট্র্য়াডিশনাল পোশাক পরেছেন, জমিয়ে রং খেলেছেন।(ছবি: টুইটার)

ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া): বাঁ হাতি ব্যাটার বাইশ গজে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার চেন্নাই সুপার কিংসের সঙ্গে জড়িত ছিলেন। সেইসময় ভারতীয় সমর্থকদের ভালোবাসায় অভিভূত হয়ে যান হেডেন। এ দেশের ট্র্য়াডিশনাল পোশাক পরেছেন, জমিয়ে রং খেলেছেন।(ছবি: টুইটার)

জন্টি রোডস(দক্ষিণ আফ্রিকা): প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটারের ভারত-প্রীতির কথা কারও অজানা নয়। ভারতের সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে একাত্ম হয়েছেন। সময় সুযোগ পেলেই এ দেশে বেড়াতে চলে আসেন। (ছবি: টুইটার)

জন্টি রোডস(দক্ষিণ আফ্রিকা): প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটারের ভারত-প্রীতির কথা কারও অজানা নয়। ভারতের সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে একাত্ম হয়েছেন। সময় সুযোগ পেলেই এ দেশে বেড়াতে চলে আসেন। (ছবি: টুইটার)

জন্টি রোডসের ভারত-প্রেমের বড় উদাহরণ তাঁর মেয়ের নামকরণ। জন্মের পর মেয়ের নাম রাখেন 'ইন্ডিয়া'। বিদেশি হলেও ভারতীয় খাবারের স্বাদে মন মজেছে ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা ফিল্ডারের।(ছবি: টুইটার)

জন্টি রোডসের ভারত-প্রেমের বড় উদাহরণ তাঁর মেয়ের নামকরণ। জন্মের পর মেয়ের নাম রাখেন ‘ইন্ডিয়া’। বিদেশি হলেও ভারতীয় খাবারের স্বাদে মন মজেছে ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা ফিল্ডারের।(ছবি: টুইটার)

ডোয়েন ব্র্যাভো (ওয়েস্ট ইন্ডিজ): ভারত প্রেম জাহির করতে কোনও কসুর রাখেন না ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো। ভারতে ব্র্যাভোর ফ্যান ফলোয়িং চোখে পড়ার মতো। একটি সাক্ষাৎকারে ব্র্যাভো বলেছিলেন, নিজের দেশে তিনি এত ভালোবাসা পাননি। 'চ্যাম্পিয়ন' গানের মাধ্যমে বলিউডেও পা রাখেন।(ছবি: টুইটার)

ডোয়েন ব্র্যাভো (ওয়েস্ট ইন্ডিজ): ভারত প্রেম জাহির করতে কোনও কসুর রাখেন না ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো। ভারতে ব্র্যাভোর ফ্যান ফলোয়িং চোখে পড়ার মতো। একটি সাক্ষাৎকারে ব্র্যাভো বলেছিলেন, নিজের দেশে তিনি এত ভালোবাসা পাননি। ‘চ্যাম্পিয়ন’ গানের মাধ্যমে বলিউডেও পা রাখেন।(ছবি: টুইটার)

ব্রেট লি(অস্ট্রেলিয়া): গত ১৩ বছর ধরে ভারতে যাওয়া আসা চলছে ব্রেট লি-র। অস্ট্রেলিয়ান পেসার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১২ সালে। 'আনইন্ডিয়ান' নামে একটি হিন্দি ছবিতে বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন অস্ট্রেলিয়ার গতি তারকা। শুধু ভারতীয় খাবার খাওয়াই নয়, নিজের কিচেনে মাঝেমধ্যে ভারতীয় ডিশ রেঁধেও ফেলেন। বাটার চিকেনের স্বাদ তিনি ভুলতে পারেন না।(ছবি: টুইটার)

ব্রেট লি(অস্ট্রেলিয়া): গত ১৩ বছর ধরে ভারতে যাওয়া আসা চলছে ব্রেট লি-র। অস্ট্রেলিয়ান পেসার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১২ সালে। ‘আনইন্ডিয়ান’ নামে একটি হিন্দি ছবিতে বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন অস্ট্রেলিয়ার গতি তারকা। শুধু ভারতীয় খাবার খাওয়াই নয়, নিজের কিচেনে মাঝেমধ্যে ভারতীয় ডিশ রেঁধেও ফেলেন। বাটার চিকেনের স্বাদ তিনি ভুলতে পারেন না।(ছবি: টুইটার)

সিনেমার প্রচারে একসঙ্গে বহু জায়গায় দেখা গিয়েছে ব্রেট লি-তন্নষ্ঠাকে। কাজল কালো আঁখির বাঙালি কন্যার প্রেমে পড়েছেন অজি তারকা, এমনই গুঞ্জন উঠেছিল। (ছবি: টুইটার)

সিনেমার প্রচারে একসঙ্গে বহু জায়গায় দেখা গিয়েছে ব্রেট লি-তন্নষ্ঠাকে। কাজল কালো আঁখির বাঙালি কন্যার প্রেমে পড়েছেন অজি তারকা, এমনই গুঞ্জন উঠেছিল। (ছবি: টুইটার)






Most Read Stories


Leave a Reply