Sri Lanka vs Pakistan: রেকর্ড রান তাড়া করে জিতল পাকিস্তান


Image Credit source: TWITTER

পঞ্চম দিন মধ্যাহ্নভোজের বিরতির সময় পাকিস্তানের আরও ৪৪ রান প্রয়োজন ছিল। শ্রীলঙ্কার লাগত পাঁচ উইকেট।

গল: প্রভাত জয়সূর্যর ধারাবাহিকতা কাজে লাগল না। সঙ্গীর অভাব। গল টেস্টে রেকর্ড রান তাড়া করে জিতল পাকিস্তান। প্রথম ইনিংসে বাবর আজম। দ্বিতীয় ইনিংসে আব্দুলা শফিকের (Abdullah Shafique) অপরাজিত ১৬০ রানের ইনিংস। ৩৪২ রানের লক্ষ্য তাড়া করে জিতল পাকিস্তান (SLvPAK)। শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে এর আগে কখনও ৩০০-র উপর স্কোর তাড়া করে কেউ জেতেনি। এমনকি ২০০-র উপর স্কোর তাড়া করে জেতার রেকর্ডও মাত্র এক বার। সেখানে ৩৪২ রান তাড়া করে জেতা নিঃসন্দেহে দারুণ কৃতিত্ব পাকিস্তানের। শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নে স্বীকার করে নিলেন, বোলিং বিভাগে একলা হয়ে পড়েছিলেন বাঁ হাতি স্পিনার প্রভাত জয়সূর্য (Prabath Jayasuriya)।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা মাত্র ২২২ রানে অলআউট। যার পুরোপুরি লাভ তুলতে ব্যর্থ পাকিস্তান। অধিনায়ক বাবর আজম একা কুম্ভ হয়ে দাঁড়ান। তবে লিড নিতে পারেনি পাকিস্তান। তাদের প্রথম ইনিংস শেষ মাত্র ২১৮ রানে। বাবর আজম একাই ১১৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। একটা সময় মনে হয়েছিল, সঙ্গীর অভাবে শতরান করা হবে না বাবরের। শেষ দিকে লেগ স্পিনার ইয়াসির শাহ এবং পেসার নাসিম শাহ সঙ্গ দেন। না হলে টেস্ট ক্রিকেটে সপ্তম শতরান এই ম্যাচে হয়তো অপূর্ণই থাকত। শ্রীলঙ্কার বাঁ হাতি স্পিনার প্রভাত জয়সূর্য টানা তৃতীয় ইনিংসে ৫ উইকেট নেন। পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ইয়াসির শাহ এবং নাসিম শাহর উপর আমি কৃতজ্ঞ। প্রথম ইনিংসে ওরা ব্যাটিংয়ে আমাকে দারুণভাবে সাহায্য করেছে। দ্বিতীয় ইনিংসে আব্দুলা শফিকের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেছি। নিজের দক্ষতা দারুণ ভাবে প্রমাণ করেছে।

গলে চতুর্থ ইনিংসে ৩৪২ রানের লক্ষ্য নেহাত কম নয়। পাকিস্তান ওপেনার আব্দুলা শফিক চতুর্থ ও পঞ্চম দিন মিলিয়ে প্রায় সাত ঘণ্টা ব্যাটিং করেন। অধিনায়ক বাবর আজম অর্ধশতরান করেন। পঞ্চম দিন মধ্যাহ্নভোজের বিরতির সময় পাকিস্তানের আরও ৪৪ রান প্রয়োজন ছিল। শ্রীলঙ্কার লাগত পাঁচ উইকেট। প্রভাত জয়সূর্য ৪ উইকেট নেওয়ায় তথনও আশার আলো দেখছিল শ্রীলঙ্কা। তীরে এসে তরী ডুবতে দেননি আব্দুলা শফিক। ১৬০ রানে অপরাজিত ইনিংসে ৫ উইকেটে জয়। চার দিনের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট গল-এই। শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজের জন্য মাইলফলকের ম্যাচ। শততম টেস্ট খেলতে চলেছেন অ্যাঞ্জেলো।

Leave a Reply