সোনা জিতেছে ছেলে, ঘোষকের ভূমিকায় গর্বিত বাবা


Jake Wightman: ওরিগনে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রিটেনের হয়ে ১৫০০ মিটার দৌড়ে প্রথম সোনা জিতেছেন ২৮ বছরের জেক উইটম্যান (Jake Wightman)। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১৫০০ মিটার ইভেন্ট চলাকালীন ধারাভাষ্য দিচ্ছিলেন জেকের বাবা জিওফ। ছেলের সোনার দৌড় দেখে আবেগতাড়িত হয়ে পড়েন জিওফ। উত্তেজিত হয়ে তিনি ধারাভাষ্য দিতে দিতেই ছেলের উদ্দেশ্যে বলতে থাকেন, ‘দৌড়াও… ওটা বাড়িতেই আসছে।’


Jul 21, 2022 | 8:30 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Jul 21, 2022 | 8:30 AM




ওরিগনে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে টোকিও অলিম্পিকে ১৫০০ মিটার বিভাগে সোনাজয়ী নরওয়ের অ্যাথলিট জ্যাকব ইঙ্গেব্রিগটসেনকে হারিয়ে সোনা জিতেছেন ব্রিটেনের জেক উইটম্যান। (ছবি-টুইটার)

ওরিগনে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে টোকিও অলিম্পিকে ১৫০০ মিটার বিভাগে সোনাজয়ী নরওয়ের অ্যাথলিট জ্যাকব ইঙ্গেব্রিগটসেনকে হারিয়ে সোনা জিতেছেন ব্রিটেনের জেক উইটম্যান। (ছবি-টুইটার)

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১৫০০ মিটার ইভেন্ট চলাকালীন ধারাভাষ্য দিচ্ছিলেন জেকের বাবা জিওফ। ছেলের সোনার দৌড় দেখে আবেগতাড়িত হয়ে পড়েন জিওফ। উত্তেজিত হয়ে তিনি ধারাভাষ্য দিতে দিতেই ছেলের উদ্দেশ্যে বলতে থাকেন, 'দৌড়াও... ওটা বাড়িতেই আসছে।' (ছবি-টুইটার)

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১৫০০ মিটার ইভেন্ট চলাকালীন ধারাভাষ্য দিচ্ছিলেন জেকের বাবা জিওফ। ছেলের সোনার দৌড় দেখে আবেগতাড়িত হয়ে পড়েন জিওফ। উত্তেজিত হয়ে তিনি ধারাভাষ্য দিতে দিতেই ছেলের উদ্দেশ্যে বলতে থাকেন, ‘দৌড়াও… ওটা বাড়িতেই আসছে।’ (ছবি-টুইটার)

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১৫০০ মিটার বিভাগে দৌড় শেষ করতে ব্রিটেনের জেক সময় নেন ৩ মিনিট ২৯.২৩ সেকেন্ড। জ্যাকব ইঙ্গেব্রিগটসেন দ্বিতীয় স্থানে দৌড় শেষ করেন ৩ মিনিট ২৯.২৭ সেকেন্ডে। এবং তৃতীয় স্থান অর্জন করেন স্পেনের মহম্মদ কাতির। (ছবি-টুইটার)

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১৫০০ মিটার বিভাগে দৌড় শেষ করতে ব্রিটেনের জেক সময় নেন ৩ মিনিট ২৯.২৩ সেকেন্ড। জ্যাকব ইঙ্গেব্রিগটসেন দ্বিতীয় স্থানে দৌড় শেষ করেন ৩ মিনিট ২৯.২৭ সেকেন্ডে। এবং তৃতীয় স্থান অর্জন করেন স্পেনের মহম্মদ কাতির। (ছবি-টুইটার)

এ বারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১৫০০ মিটার বিভাগে সোনাজয়ী জেক উইটম্যাম তাঁর মা সুসান ও বাবা জিওফের সঙ্গে সোনার পদক নিয়ে হাসিমুখে পোজও দিয়েছেন। (ছবি-টুইটার)

এ বারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১৫০০ মিটার বিভাগে সোনাজয়ী জেক উইটম্যাম তাঁর মা সুসান ও বাবা জিওফের সঙ্গে সোনার পদক নিয়ে হাসিমুখে পোজও দিয়েছেন। (ছবি-টুইটার)

১৯৮৩ সালের পর থেকে গ্রেট ব্রিটেনের কোনও অ্যাথলিট ১৫০০ মিটারে সোনা জেতেননি। (ছবি-টুইটার)

১৯৮৩ সালের পর থেকে গ্রেট ব্রিটেনের কোনও অ্যাথলিট ১৫০০ মিটারে সোনা জেতেননি। (ছবি-টুইটার)






Most Read Stories


Leave a Reply