Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমস শুরু হতে হাতে আর মাত্র সাতদিন। তার আগে বড় ধাক্কা ভারতের। ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে ২১৫ জনের কমনওয়েলথ দল থেকে ছিটকে গেলেন দেশের স্প্রিন্টার ধনলক্ষ্মী এবং ট্রিপল জাম্পার ঐশ্বর্য বাবু।
নয়াদিল্লি: কমনওয়েলথ গেমস শুরুর সাতদিন আগে ভারতের গায়ে ডোপ কলঙ্ক (Dope Test Fail)। কমনওয়েলথ গেমসের ২১৫ জন দল থেকে ছিটকে গেলেন দুই মহিলা অ্যাথলিট। ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় ইংল্যান্ডের বিমানে উঠতে পারবেন না স্প্রিন্টার ধনলক্ষ্মী (Dhanalakshmi), ট্রিপল জাম্পার ঐশ্বর্য বাবু (Aishwarya Babu)। কমনওয়েলথ দল থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি দুই অ্যাথলিট সাময়িক সাসপেন্ড হয়েছেন । তামিলনাড়ুর ২৪ বছরের দৌড়বিদ ধনলক্ষ্মীর ডোপ পরীক্ষার ফল পজিটিভ আসে। বিশ্ব অ্যাথলেটিক্সের অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট (AIU)দ্বারা সংঘটিত এই ডোপ পরীক্ষায় ধনলক্ষ্মীর বিরুদ্ধে নিষিদ্ধ ওষুধ সেবন করার অভিযোগ উঠেছে। কমনওয়েলথে ১০০ মিটার দল এবং ৪x১০০ রিলে দলের সদস্য ছিলেন ২৪ বছরের স্প্রিন্টার। দ্যুতি চাঁদ, হিমা দাস, শ্রাবণী নন্দাদের সঙ্গে রিলে টিমের সদস্য ছিলেন ধনলক্ষ্মী।
শুধু তাই নয়, আমেরিকার ওরিগনে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তাঁর। কিন্তু ভিসা সমস্যার জন্য আমেরিকার বিমান ধরতে পারেননি। ফলে বিশ্ব মঞ্চে পরপর দুটো বড় ইভেন্টে অংশ নিতে পারলেন না ধনলক্ষ্মী। গতমাসের ২৬ তারিখে কোসানভ মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটারে সোনা জেতেন। ওই প্রতিযোগিতায় ব্যক্তিগত সেরা ২২.৮৯ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করেন তিনি। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথে অংশ নেওয়ার জন্য মুখিয়ে ছিলেন তামিলনাড়ুর অ্যাথলিট। তবে দুটি ক্ষেত্রেই ভাগ্য সহায় হল না তাঁর।
গতমাসে ডোপ পরীক্ষার জন্য ভারতের ২৪ বছরের ট্রিপল জাম্পার ঐশ্বর্য বাবুর স্যাম্পেল নিয়েছিল জাতীয় অ্যান্টি ডোপিং এজেন্সি(NADA)। চেন্নাইয়ে তখন আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ চলছিল। প্রতিযোগিতায় ট্রিপল জাম্পে জাতীয় রেকর্ড গড়েন ঐশ্বর্য। এছাড়া লং জাম্পে অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে ব্যক্তিগত সেরা ৬.৭৩ মিটারে শেষ করেন। তবে ডোপ পরীক্ষার ফল পজিটিভ আসায় আঙুল উঠছে ঐশ্বর্যের দিকে। কমনওয়েলথ গেমসের জন্য ভারতের ট্রিপল জাম্প এবং লং জাম্প টিমে ছিলেন ঐশ্বর্য। ট্রিপল জাম্পে জাতীয় রেকর্ডধারী অ্যাথলিটের গায়ে এই প্রথম ডোপ কলঙ্কের ছিটে লাগল। দু’জন ছিটকে যাওয়ায় কমনওয়েলথ গেমসের জন্য মোট ২১৩ জন ভারতীয় অ্যাথলিট বার্মিংহ্যাম যাবেন।