CWG 2022: আগামী বৃহস্পতিবার থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে জেনে নিন এবারের কমনওয়েলথ গেমস নিয়ে বেশ কয়েকটি তথ্য।
Image Credit source: Twitter
বার্মিংহ্যাম: হাতে আর মাত্র ছয়টি দিন। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) শুরু হচ্ছে ২৮ জুলাই। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। ১১ দিনের এই মহাযজ্ঞ সম্পর্কে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। টিভি, মুঠোফোনের মাধ্যমে প্রতিযোগিতায় চোখ রাখবেন কোটি কোটি মানুষ। ভারত থেকে বার্মিংহ্যাম যাচ্ছে ২১৩ জন অ্যাথলিট। আগামী বৃহস্পতিবার থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে জেনে নিন এবারের কমনওয়েলথ গেমস (Birmingham Commonwealth Games) নিয়ে বেশ কয়েকটি তথ্য।
১. বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে মোট ৭২টি দেশ।
২. অ্যাথলিট এবং টিম অফিশিয়াল নিয়ে বার্মিংহ্যামে ১১ দিনের জন্য ঘাঁটি গাড়বেন ৬,৫০০ জন।
৩. ১৯টি খেলা এবং আটটি প্যারা স্পোর্টস থাকছে।
৪. প্রথমবার কমনওয়েলথ গেমসের অন্তর্ভুক্ত করা হয়েছে মেয়েদের ক্রিকেট। টি-২০ ফরম্যাটে খেলা হবে প্রথমবার।
৫. ফুল কোর্ট বাস্কেটবল ছাড়াও আরও পাঁচ রকমের বাস্কেটবলের অন্তর্ভুক্তি হয়েছে। প্রথমবার বাস্কেটবল ৩x৩ দেখা যাবে কমনওয়েলথে।
৭. অন্তর্ভুক্ত হয়েছে হুইলচেয়ার বাস্কেটবল ৩x৩।
৮. প্রথমবার কমনওয়েলথ গেমসে দেখা যাবে মিক্সড সিংক্রোনাইজড ডাইভিং।
৯. এই নিয়ে দ্বিতীয়বার কমনওয়েলথ গেমসে থাকছে বিচ ভলিবল।
১০. সলোমন আইল্যান্ডের মেয়েদের বিচ ভলিবল দল এই প্রথমবার অংশ নিচ্ছে।
১১. বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের হকি মাঠে ৫৪টি ম্যাচ খেলা হবে।
১২. ১১ দিন ধরে ২৮৬টি রকমের বিভাগে প্রতিযোগিতা চলবে।
১৩. ১১ দিনের মধ্যে দুটো সুপার সানডে পাওয়া যাবে। দুটি দিনে রয়েছে মেয়েদের টি-২০ ফাইনাল, নেটবল ফাইনাল এবং মেয়েদের হকি ফাইনাল।
১৪. এই প্রথমবার ছেলেদের থেকে মেয়েদের মেডেল ইভেন্টের সংখ্যা বেশি।
১৫. বার্মিংহ্যামে থাকছে মোট ২৮০টি মেডেল ইভেন্ট।
১৬. স্যাটন পার্কে প্রথম মেডেল ইভেন্ট হিসেবে খেলা হবে ট্রাইথ্যালন।
১৭. ১৫টি ভেনুর মধ্যে ১৪টি থাকছে পশ্চিম মিডল্যান্ডসে।
১৮. তিনটি স্কুলের ছাত্রছাত্রীরা মিলে মেডেল, রিবন, গিফট বক্সের ডিজাইন তৈরি করেছে।
১৯. নবরূপে সেজে ওঠা আলেকজান্ডার স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান।
২০. স্টেডিয়ামে বসে অনুষ্ঠান দেখতে পারবেন ৩০ হাজার মানুষ।