Shericka Jackson: বিশ্বের জীবিত দ্রুততম মহিলা জামাইকার জ্যাকসন


বিশ্ব মিটে রেকর্ড জামাইকার শেরিকা জ্যাকসনের। ২০০ মিটারে ২১:৪৫ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করে বিশ্বের দ্বিতীয় দ্রুততম মহিলা হলেন শেরিকা। তবে জীবিত হিসেবে ধরলে ২০০ মিটারে বিশ্বের দ্রুততম মহিলা তিনিই।


Jul 22, 2022 | 6:59 PM

| Edited By: Tithimala Maji

Jul 22, 2022 | 6:59 PM




বিশ্ব মিটে রেকর্ড জামাইকার শেরিকা জ্যাকসনের। ২০০ মিটারে ২১:৪৫ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করে বিশ্বের দ্বিতীয় দ্রুততম মহিলা হলেন শেরিকা। তবে জীবিত হিসেবে ধরলে ২০০ মিটারে বিশ্বের দ্রুততম মহিলা তিনিই।(ছবি: টুইটার)

বিশ্ব মিটে রেকর্ড জামাইকার শেরিকা জ্যাকসনের। ২০০ মিটারে ২১:৪৫ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করে বিশ্বের দ্বিতীয় দ্রুততম মহিলা হলেন শেরিকা। তবে জীবিত হিসেবে ধরলে ২০০ মিটারে বিশ্বের দ্রুততম মহিলা তিনিই।(ছবি: টুইটার)

২০০ মিটারে পৃথিবীর দ্রুততম মানবী ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার ওরফে ফ্লো জো। ৩৪ বছর আগে সিউল অলিম্পিকে মেয়েদের ২০০ মিটারে ২১.৩৪ সেকেন্ড সময় নিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লো জো। তবে দুর্ভাগ্যজনকভাবে ঘুমের মধ্যে মৃত্যু হয় মার্কিন স্প্রিন্টারের। (ছবি: টুইটার)

২০০ মিটারে পৃথিবীর দ্রুততম মানবী ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার ওরফে ফ্লো জো। ৩৪ বছর আগে সিউল অলিম্পিকে মেয়েদের ২০০ মিটারে ২১.৩৪ সেকেন্ড সময় নিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লো জো। তবে দুর্ভাগ্যজনকভাবে ঘুমের মধ্যে মৃত্যু হয় মার্কিন স্প্রিন্টারের। (ছবি: টুইটার)

শুক্রবার বিশ্ব অ্যাথলেটিক্সে জামাইকার শেরিকা জ্যাকসন ২০০ মিটার দৌড় শেষ করলেন ২১.৪৫ সেকেন্ডে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটাই সেরা টাইমিং।(ছবি: টুইটার)

শুক্রবার বিশ্ব অ্যাথলেটিক্সে জামাইকার শেরিকা জ্যাকসন ২০০ মিটার দৌড় শেষ করলেন ২১.৪৫ সেকেন্ডে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটাই সেরা টাইমিং।(ছবি: টুইটার)

দৌড় শেষ করে ২৮ বছরের জামাইকান স্প্রিন্টার বলেন, "নিজেকে প্রমাণ করতে পেরে আমি খুশি। আমার আর কিচ্ছু চাওয়ার নেই।"(ছবি: টুইটার)

দৌড় শেষ করে ২৮ বছরের জামাইকান স্প্রিন্টার বলেন, “নিজেকে প্রমাণ করতে পেরে আমি খুশি। আমার আর কিচ্ছু চাওয়ার নেই।”(ছবি: টুইটার)

০.১৬ সেকেন্ডে পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানাধিকারী শেলি-অ্যান ফ্রেজার প্রাইস। ১০০ মিটারে অবশ্য বিশ্ব চ্যাম্পিয়ন তিনিই।(ছবি: টুইটার)

০.১৬ সেকেন্ডে পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানাধিকারী শেলি-অ্যান ফ্রেজার প্রাইস। ১০০ মিটারে অবশ্য বিশ্ব চ্যাম্পিয়ন তিনিই।(ছবি: টুইটার)






Most Read Stories


Leave a Reply