রবিবারই সিরিজ পকেটে পুরে ফেলার লক্ষ্যে নামবেন ধাওয়ান অ্যান্ড কোং।
জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ
পোর্ট অব স্পেন: শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারত (India) ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে জিতেছিল। এই মুহূর্তে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। রবিবারই সিরিজ পকেটে পুরে ফেলার লক্ষ্যে নামবেন ধাওয়ান অ্যান্ড কোং। ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ৩০৯ রানের লক্ষ্য তাড়া করে দারুণ লড়াই করেও শেষ বলে হারে ক্যারিবিয়ানরা। তাই দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ জিইয়ে রাখায় নজর নিকোলাস পুরানদের। এর আগে ঘরের মাঠে বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এ বার মেন ইন ব্লুকে আগামীকাল আটকাতে না পারলেও পরপর দুটো সিরিজে হারের মুখ দেখতে হবে পুরানদের।
হেড টু হেডে নজর দিলে দেখা যায় ওয়ান ডে ক্রিকেটে এখনও পর্যন্ত ১৩৭ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ৬৮টি ম্যাচে জিতেছে ভারত ও ৬৩টি ম্যাচে জিতেছে ক্যারিবিয়ানরা। ড্র হয়েছে দুটি ম্যাচ এবং অমীমাংসিত ৪টি ম্যাচ।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি কবে হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি আগামীকাল রবিবার (২৪ জুলাই) হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে (Queen’s Park Oval) হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা নাগাদ। ম্যাচের আগে ৬ টা ৩০ নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় একদিনের ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্ত কিনেছে ফ্যানকোড। ফলে দ্বিতীয় একদিনের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে ফ্যানকোড নামের ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনে। তবে ফ্যানকোডে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখার জন্য সাবস্ক্রিপশন নিতে হবে দর্শকদের। এ ছাড়াও টিভিতে ডিডি স্পোর্টস ১.০-তে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ওয়ান ডে সিরিজের স্কোয়াড – শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমন গিল, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাডেজা, সঞ্জু স্যামসন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণা।
ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে সিরিজের স্কোয়াড – নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), শেমার ব্রুকে, কেসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোতি, কিমো পল, রোভম্যান পাওয়েল, জেডন সিলস।