CWG2022: নীরজ-সিন্ধুর পরামর্শ নিতে চান হরমনপ্রীতরা


Commonwealth Games 2022: টোকিও অলিম্পিকে ভারতের একমাত্র সোনা জয়ী নীরজ চোপড়া। তেমনই অলিম্পিকের মঞ্চে অন্যতম ধারাবাহিক পিভি সিন্ধু।

সাংবাদিক সম্মেলনে কোচ রমেশ পওয়ার ও হরমনপ্রীত কৌর।

Image Credit source: TWITTER

মুম্বই : বড় মঞ্চে প্রথম নয়। টি ২০ হোক কিংবা একদিনের ফরম্যাট। বিশ্বকাপে অংশ নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ট্রফি আসেনি যদিও। দ্বিপাক্ষিক সিরিজে ভালো পারফরম্যান্স রয়েছে নিয়মিত। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে জোড়া সিরিজ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবার আরও বড় পরীক্ষা। কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। এর আগে মাত্র একবারই কমনওয়েলথ গেমসে ক্রিকেট হয়েছিল। তবে সেটা পুরুষদের ক্রিকেট। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অভিষেক হতে চলেছে মহিলা ক্রিকেটের। টি ২০ ফরম্যাটে খেলা। অংশ নেবে ভারতীয় মহিলা ক্রিকেট দলও। ভিসা সমস্যা এবং শিবিরে কোভিড আতঙ্ক। তবুও প্রস্তুতি ভালো হয়েছে বলেই জানালেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। সাংবাদিক সম্মলেন ছিলেন কোচ রমেশ পওয়ারও। গেমস ভিলেজে অন্যান্য অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিশেষত অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) এবং জোড়া পদক জয়ী পিভি সিন্ধুর সঙ্গে কথা বলার অপেক্ষায় হরমনরা।

বার্মিংহ্যাম গেমস শুরু হচ্ছে ২৮ জুলাই। দ্বিতীয় দিনই রয়েছে ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন হরমনরা। মাল্টি স্পোর্ট ইভেন্টে অংশগ্রহণের জন্য উত্তেজনায় ফুটছেন। কোচ রমেশ পওয়ার জানালেন, ‘যদি সুযোগ হয়, নীরজ চোপড়া-পিভি সিন্ধুর সঙ্গে দেখা করব আমরা। ওরা অনেকের কাছেই উদাহরণ। নীরজদের ভাবনা-চিন্তা, মানসিকতা সম্পর্কে জানতে চাইব। ওদের প্রস্তুতি নিয়ে আমার বিশেষ কৌতুহল রয়েছে। ওরা যেভাবে চাপ সামলায়, তা প্রশংসনীয়। ওদের মতো সর্বোচ্চ স্তরের অ্যাথলিটদের সঙ্গে ভাবনা-চিন্তার আদান প্রদান করতে চাই।’

টোকিও অলিম্পিকে ভারতের একমাত্র সোনা জয়ী নীরজ চোপড়া। অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে ভারতের দ্বিতীয় সোনা জয়ী। তেমনই অলিম্পিকের মঞ্চে অন্যতম ধারাবাহিক পিভি সিন্ধু। টোকিও সহ মোট দুটি অলিম্পিক পদক রয়েছে তাঁর। বার্মিংহ্যামের গেমস ভিলেজে অ্য়াথলিটদের সঙ্গে সাক্ষাতের জন্য একইরকম আগ্রহী অধিনায়ক হরমনপ্রীত কৌরও। সাংবাদিক সম্মেলনে বলেন, ‘বলার সময় যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, উদ্বোধনী অনুষ্ঠানে হাঁটছি। দলের মধ্যে এটা নিয়ে অনেক বার আলোচনা হয়েছে। আমরা মাল্টি স্পোর্ট ইভেন্টে অংশ নিতে চলেছি। ক্রিকেটের বাইরেও অনেক অ্যাথলিট থাকবে। দেশের প্রতিটি পদক জয়েই উৎসবে মাততে চাই। বার্মিংহ্যামে নতুন একটা অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি।’ শুরুতেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচ। চিন্তিত নন হরমন। বলছেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিটা ম্যাচই কঠিন। তবে এবার আমরা অনেক বেশি প্রস্তুত এবং আত্মবিশ্বাসী। প্রতিযোগিতায় সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা একশো শতাংশ দেওয়ার চেষ্টা করব।’

Leave a Reply