টুইটার অ্যাকাউন্টের বায়োতে বড় বড় করে লেখা, ‘ডুয়িং হোয়্যাট আই লাভ। লিভিং মাই ড্রিমস।’ বাস্কেটবলটা বেশ মন দিয়েই খেলতেন। ২০০৮ বেজিং অলিম্পিকে নিউজিল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন সুজি বেটস। ২৮ জুন থেকে শুরু হতে চলা বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও সুজির খেলবেন। তবে বাস্কেটবল নয়, বাইশ গজে। (ছবি: টুইটার)