Published by: Sulaya Singha | Posted: July 24, 2022 8:46 am| Updated: July 24, 2022 8:52 am
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধরা সোনা। তবে ইতিহাস গড়ে দেশকে রুপো এনে দিলেন নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে ৮৮.১৩ মিটার জ্যাভলিন ছুঁড়ে ভারতীয় হিসেবে নয়া নজির তাঁর।
গত ১৯ বছরে বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে পদক অধরা ছিল ভারতের। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল নীরজের হাত ধরে। দ্বিতীয় ভারতীয় এবং প্রথম অ্যাথলিট হিসেবে এই মঞ্চে দেশকে পদক এনে দিলেন অলিম্পিকে সোনাজয়ী তারকা। আর তাতেই তৈরি হল নয়া ইতিহাস। নিজের চতুর্থ থ্রোয়েই রুপো নিশ্চিত করে ফেলেন নীরজ। তবে তাঁকে পিছনে ফেলে ৯০.৫৪ মিটার থ্রো করে সোনা জিতে নেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। তিনবার ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন তিনি। ৮০.০৯ মিটার থ্রো করে ব্রোঞ্চ পান চেক তারকা জাকুব।
World Athletics Championships: India’s Neeraj Chopra secures 2nd position, wins silver medal with his 4th throw of 88.13 meters in the men’s Javelin finals pic.twitter.com/TOy1P8gJTz
— ANI (@ANI) July 24, 2022
রবিবাসরীয় সকালে প্রথম থ্রো ফাউল করেন নীরজ। দ্বিতীয় ও তৃতীয় থ্রো যায় যথাক্রমে ৮২.৩৯ মিটার এবং ৮৬.৩৭ মিটার। চতুর্থ থ্রোয়ে রুপো নিশ্চিত হয় ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের। ৮৮.১৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন তিনি। তারপরই হ্যামস্ট্রিংয়ে চোট পান।
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ