Neeraj Chopra: ক্রীড়াক্ষেত্রে স্পেশাল মুহূর্ত, শুভেচ্ছা মোদীর; নীরজের পানিপথের বাড়িতে শুরু উৎসব


জ্যাভলিনে পদক জেতা প্রথম এবং বিশ্ব মিটে পদক জয়ী দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট এখন নীরজ। রবি সকালে এমন সুখবর দিয়েই ঘুম ভেঙেছে দেশবাসীর। তারপরই শুরু হয়ে গিয়েছে উৎসব, শুভেচ্ছা জানানোর পালা।

শুভেচ্ছায় বানভাসি নীরজ

Image Credit source: Twitter

নয়াদিল্লি: শুভেচ্ছা আর অভিনন্দনের বন্যা। সূদূর মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে ইতিহাস গড়েছেন দেশের ছেলে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে রুপো এল নীরজ চোপড়ার হাত ধরে। এই ইভেন্টে পদক জেতা প্রথম এবং বিশ্ব মিটে পদক জয়ী দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট এখন নীরজ। রবি সকালে এমন সুখবর দিয়েই ঘুম ভেঙেছে দেশবাসীর। তারপরই শুরু হয়ে গিয়েছে উৎসব, শুভেচ্ছা জানানোর পালা। যে তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে তামাম ভারতীয় ক্রীড়া জগত। নীরজের পানিপথের বাড়িতে পরিবারের মহিলা, শিশুরা নাচ, গানে ঘরের ছেলের সাফল্যকে উদযাপন করছেন। সোনার পদক না এলেও হতাশ নন নীরজ। কোচকে পাশে নিয়ে ২৪ বছরের জ্যাভলিন থ্রোয়ার বললেন, “হাওয়া আমাদের প্রতিকূলে ছিল না। তবে রুপোর পদক পাওয়ায় আমি খুশি। অনেক দিন পর বিশ্ব মিটে পদক এল। আমি এই ফলাফলে খুশি।”

সকাল সকাল টুইটারে নীরজকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখলেন, “দেশের স্বনামধন্য অ্যাথলিটের দুর্দান্ত সাফল্য। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জেতার জন্য শুভেচ্ছা। ভারতের ক্রীড়াক্ষেত্রে এক বিশেষ মুহূর্ত।”

সুবেদার নীরজ চোপড়ার পারফরম্যান্সে অত্যন্ত আনন্দিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুইটারে লিখলেন, “আমাদের সুবেদারের অসাধারণ পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারতবাসী। ওরিগনের ইউজিনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদকের জন্য অভিনন্দন। ওর কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং সংকল্প অসামান্য ফল এনে দিয়েছে। আমরা ওকে নিয়ে গর্বিত।”

ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর লিখলেন, “জয়ের ধারা অব্যাহত রেখেছেন নীরজ চোপড়া!পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে রুপো জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতা প্রথম ভারতীয় পুরুষ এবং দ্বিতীয় ভারতীয়। নীরজ এখন প্রতিটি গ্লোবাল ইভেন্টেই পদক জিতছে।”

নীরজের হরিয়ানার বাড়িতে শুরু হয়ে গিয়েছে উৎসব। অলিম্পিকের পর ঘরের ছেলে ফের দেশকে গর্বিত করেছে। বাড়ির মহিলাদের চোখে আনন্দাশ্রু। নাচে, গানে মুহূর্তটিকে উদযাপন করছেন।

কুস্তিগীর বজরং পুনিয়া নীরজকে ভাই সম্বোধন করে লিখলেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক রুপোর পদক জয়ের জন্য অনেক শুভেচ্ছা। এভাবেই দেশের জন্য মেডেল জিততে থাকো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি।”



Leave a Reply