Neeraj Chopra: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো পেলেন ভারতের নীরজ চোপড়া।
বিশ্ব মিটে রুপো নীরজের
ইউজিন: বিশ্ব মিটে সোনার স্বপ্ন অধরাই রইল নীরজ চোপড়ার (Neeraj Chopra)। প্রতিপক্ষ অ্যান্ডারসন পিটার্সের কাছেই আবার হারলেন নীরজ। সোনার ইতিহাস গড়া হল না টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজের। তবে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন ২৪ বছরের নীরজ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championships) ফাইনালের শুরুটা ভালো হয়নি ভারতের জ্যাভলিন তারকা নীরজের। পাশাপাশি তিনটে থ্রো ফাউল না হলে সোনাও আসতে পারত নীরজের ঝুলিতে। তাঁকে ঘিরে একরাশ আশায় বুক বেঁধেছিল দেশবাসী। অবশেষে চতুর্থ থ্রোতে ৮৮.১৩ মিটার জ্যাভলিন ছোড়েন তিনি। আর তাতেই আসে রুপো। ইতিহাস গড়া না হলেও ইতিহাসেরই সামিল হলেন নীরজ। ২০০৩ সালে প্যারিস বিশ্ব মিট থেকে ব্রোঞ্জ এনেছিলেন অঞ্জু ববি জর্জ। তিনি ছিলেন একমাত্র ভারতীয়, বিশ্ব মিটে পদক পেয়েছিলেন যিনি। ১৯ বছর পর নীরজ তাঁকে ছাপিয়ে গেলেন। এবং নীরজ প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্ব মিটে পদক পেলেন।
ফাইনালে প্রত্যাশার চাপই কি ঘিরে ধরেছিল নীরজকে? উঠতে পারে সেই প্রশ্ন। কারণ, প্রথম থ্রোতেই তিনি ফাউল দিয়ে শুরু করেন। পরের তিনটে থ্রোতে যথাক্রমে ৮২.৩৯ মিটার, ৮৬.৩৭ মিটার ও ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন তিনি। তাঁর চতুর্থ থ্রো-তেই রুপো জুটেছে। এর আগে ফিনল্যান্ডে হওয়া পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার ছুড়েছিলেন নীরজ। এবং স্টকহোম ডায়মন্ড লিগে ৯০ মিটারের কাছাকাছি ছুড়েছেন (৮৯.৯৮ মিটার)। ফলে বিশ্ব মিটে পিটার্সের চ্যালেঞ্জটাই নিতে চাইছিলেন নীরজ। তাই অতিরিক্ত শক্তি দিয়ে প্রতিপক্ষ পিটার্সকে শেষের দুটি থ্রোতে ছাপিয়ে যেতে চেয়েছিলেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ। কিন্তু সেখানেই বিপাকে পড়েন নীরজ। তাঁর পঞ্চম ও ষষ্ঠ থ্রো বাতিল হয়ে যায়।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ চোপড়ার ৬টি থ্রো —
- প্রথম থ্রো – ফাউল
- দ্বিতীয় থ্রো – ৮২.৩৯ মিটার
- তৃতীয় থ্রো – ৮৬.৩৭ মিটার
- চতুর্থ থ্রো – ৮৮.১৩ মিটার
- পঞ্চম থ্রো – ফাউল
- ষষ্ঠ থ্রো – ফাউল
নীরজ ছাড়াও বিশ্ব মিটের ফাইনালে উঠেছিলেন রোহিত যাদব। তিনি তিনটি থ্রোয়ের পর ১০ নম্বর স্থানে শেষ করেন। যার ফলে শেষ তিনটি থ্রোয়ের জন্য তিনি নির্বাচিত হননি। মোট ১২ জন প্লেয়ার ফাইনালে নেমেছিলেন। তার মধ্যে তিনটি থ্রোয়ের পর সেরা ৮ পারফরম্যান্স দেওয়া থ্রোয়ার শেষের তিনটি থ্রোয়ের জন্য কোয়ালিফাই করেন।
রোহিত যাদবের তিনটি থ্রো যথাক্রমে
- প্রথম থ্রো – ৭৭.৯৬ মিটার
- দ্বিতীয় থ্রো – ৭৮.০৫ মিটার
- তৃতীয় থ্রো – ৭৮.৭২ মিটার
অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের ঝুলিতেই গেল এ বারের সোনাও। বিশ্ব মিটের ফাইনালে প্রথম বারের থ্রোতেই ছোড়েন ৯০.২১ মিটার। এবং দ্বিতীয় থ্রোতেও তিনি ৯০ মিটারের বেশি দূরে জ্যাভলিন ছোড়েন (৯০.৪৬ মিটার)। তবে তৃতীয় থ্রো-তে পিটার্সের বর্শা গিয়ে থামে ৮৭.২১ মিটার। তাঁর চতুর্থ থ্রো ৮৮.১১ মিটার। পঞ্চম থ্রোতে তিনি ৯০ মিটার আর পেরোতে পারেননি। আটকে যান ৮৫.৮৩ মিটারে। কিন্তু ষষ্ঠ ও শেষ থ্রোতে ৯০.৫৪ মিটার থ্রো করে বাজিমাত করেন পিটার্স।
History Created by Neeraj Yet Again ???@Neeraj_chopra1 becomes the 1st Indian Male to win a medal at the #WorldChampionships
Neeraj wins ?in Men’s Javelin Throw with his best throw of 88.13m at @WCHoregon22
Absolutely Brilliant ?♂️?♀️
? @g_rajaraman
1/2#IndianAthletics pic.twitter.com/OtJpeDopGe— SAI Media (@Media_SAI) July 24, 2022
চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ প্রথম থ্রোতে ছোড়েন ৮৮.০৯ মিটার। দ্বিতীয় থ্রো-তে জাকুবের বর্শা যায় ৮৫.৫২ মিটার। এরপর তৃতীয় থ্রো-তে তিনি ছোড়েন ৮৮.০৯ মিটার। এই থ্রোতেই তিনি ব্রোঞ্জ জেতেন।
উল্লেখ্য, বিশ্ব মিটে যোগ্যতা অর্জন পর্বের প্রথম থ্রোতে নীরজ ৮৮.৩৯ মিটার জ্যাভলিন ছুড়ে ফাইনালে পৌঁছেছিলেন। ২৪ বছরের নীরজ এক থ্রো-তেই বাজিমাত করেন। কিন্তু ফাইনালে সেটা পারলেন না।