সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠে বল হাতে আগুন ধরাতেন তিনি। ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডেলিভারির নজিরও রয়েছে তাঁর নামেই। এবার মুক্তি পেতে চলেছে তাঁর বায়োপিক। টুইট করে সেই খবর ভক্তদের জানিয়েছেন স্বয়ং শোয়েব আখতার (Shoaib Akhtar)। ক্রিকেট মহলে তাঁর পরিচয় ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ নামে। সেই নামেই তাঁর বায়োপিকের নামকরণ করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪৪ টি উইকেটের মালিক শোয়েব। তবে ক্রিকেট দুনিয়া তাঁকে মনে রেখেছে ভয়ংকর গতির জন্যই।
একটি ভিডিও পোস্ট করেছেন শোয়েব (Shoaib Akhtar Biopic)। সেখানে দেখা যাচ্ছে, একটি রেললাইন ধরে ছুটছেন তিনি। টুইট করে শোয়েব লিখেছেন, “সুন্দর এক যাত্রা শুরু করতে চলেছি। আসতে চলেছে আমার বায়োপিক ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস-রানিং এগেনস্ট দ্য অডস’। এর আগে এমন অভিজ্ঞতা হয়নি কারওর। এই প্রথমবার কোনও পাকিস্তানি ক্রিকেটারের জীবন নিয়ে সিনেমা তৈরি হচ্ছে।” বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন শোয়েব। নিজের বায়োপিকের ঘোষণা করতে গিয়েও সেইভাবেই সোজাসাপটা কথা বলেছেন তিনি। লিখেছেন, “বিতর্কিতভাবে আপনাদের, শোয়েব আখতার।”
Beginning of this beautiful journey. Announcing the launch of my story, my life, my Biopic,
“RAWALPINDI EXPRESS – Running against the odds”
You’re in for a ride you’ve never taken before. First foreign film about a Pakistani Sportsman.Controversially yours,
Shoaib Akhtar pic.twitter.com/3tIgBLvTZn— Shoaib Akhtar (@shoaib100mph) July 24, 2022
[আরও পড়ুন: কোস্তাকে হারিয়ে ইস্টবেঙ্গলের নতুন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন]
জানা গিয়েছে, ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শোয়েবের বায়োপিক। ছবিটির নির্মাতা মহম্মদ ফারাজ কাইজার। তবে শোয়েবের ভূমিকায় কে অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি। ছবির ঘোষণা হওয়ার পরেই ভক্তরা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন শোয়েবকে। নেটিজেনদের মতে, দেশের তারকাদের নিয়ে আরও বেশি করে ছবি তৈরি হোক। তার ফলে অনুপ্রাণিত হবে ভবিষ্যৎ প্রজন্ম।
২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডেলিভারি করার নজির গড়েছিলেন শোয়েব আখতার। কিছুদিন আগেই বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে সরব হয়েছিলেন তিনি। ভারতীয় তারকার পাশে দাঁড়ানোর কারণে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। বিতর্কিত হলেও ভক্তদের কাছে শোয়েব আখতার একই রকম জনপ্রিয়। বড় পর্দায় প্রিয় তারকার জীবন কাহিনী দেখার অপেক্ষায় এখন থেকেই দিন গুনছেন ভক্তরা।
[আরও পড়ুন: অক্ষরের দাপটে রুদ্ধশ্বাস জয় ভারতের, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল শিখর বাহিনী]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ