বাংলার কোচ হচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা, ব্যাটিং পরামর্শদাতা রামন


সাম্প্রতিক সময়ে বারবার রঞ্জি ট্রফিতে সেমিফাইনাল এবং ফাইনাল অবধি পৌঁছলেও ট্রফি আসেনি।

Image Credit source: TWITTER

কলকাতা: দৌড়ে অনেকেই ছিলেন। তবে শেষমেশ ভূমিপুত্রের উপরেই আস্থা রাখছে বাংলা ক্রিকেট সংস্থা (সিএবি)। বাংলা ক্রিকেট দলের কোচ হতে চলেছেন লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। অনূর্ধ্ব-২৩ বাংলা দলের কোচের দায়িত্বে ছিলেন লক্ষ্মী। এ বার তিনিই সিনিয়র টিমের দায়িত্বে আসতে চলেছেন। ট্রফি জিততে তরুণ কোচের উপরেই আস্থা রাখল সিএবি। বাংলা ক্রিকেট দলের কোচের জন্য অনেকেই দৌড়ে ছিলেন। তবে ভিন রাজ্যের কোচেদের উপর আস্থা না রেখে শেষ পর্যন্ত ভূমিপুত্রর উপরেই ভরসা রাখতে চলেছে সিএবি। ব্যাটিং পরামর্শদাতা হতে চলেছেন ডব্লিউভি রমন‌। বাংলা ক্রিকেট সংস্থা সূত্রে এমনটাই খবর। মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

ক্রিকেটজীবনে বাংলার প্রতি লক্ষ্মীর অবদান প্রচুর। বাংলার হয়ে জিতেছেন বিজয় হাজারে ট্রফিও। রঞ্জি ট্রফিতে রানার্স আপও হয়েছে বাংলা। কোচ লক্ষ্মীর হাত ধরে এ বার সিনিয়র পর্যায়ে খেতাব দেখতে চাইছে সিএবি।

সাম্প্রতিক সময়ে বারবার রঞ্জি ট্রফিতে সেমিফাইনাল এবং ফাইনাল অবধি পৌঁছলেও ট্রফি আসেনি। স্বাভাবিক ভাবেই বাংলা শিবিরে আক্ষেপ রয়েই গিয়েছে। এবারও রেকর্ড গড়ে সেমিফাইনালে উঠেছিল বাংলা। যদিও সেখানেই বিদায়। প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছিলেন অরুণ লাল। সিএবি সূত্রে খবর, অরুণ লালের সঙ্গে সিনিয়র দলে কোচ থাকা বাংলার আরেক প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিরীকে অনূর্ধ্ব ২৫ কিংবা অনূর্ধ্ব ২৩ দলের কোচ হিসেবে নিয়োগ করা হবে।

Leave a Reply