ক্রিকেটারদের বায়োপিক (Biopic) হওয়াটা বর্তমানে আর অবাক করার মতো ঘটনা নয়। ভারতের একাধিক ক্রিকেটারের জীবনী রুপোলি পর্দায় ফুটে উঠেছে। তবে আপনি এটা শুনলে খানিক চমকে যাবেনই। যে ওয়াঘার ওপারের এক ক্রিকেটারকে নিয়ে তৈরি হচ্ছে তাঁর বায়োপিক।
Shoaib Akhtar: রুপোলি পর্দায় এ বার ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’, নিজের বায়োপিকের খবর দিলেন শোয়েব আখতার
করাচি: ক্রিকেটারদের বায়োপিক (Biopic) হওয়াটা বর্তমানে আর অবাক করার মতো ঘটনা নয়। ভারতের একাধিক ক্রিকেটারের জীবনী রুপোলি পর্দায় ফুটে উঠেছে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ তো রীতিমতো সুপার ডুপার হিট হয়েছিল। টিম ইন্ডিয়াকে ১৯৮৩ সালে বিশ্বকাপ এনে দেওয়া ভারত অধিনায়ক কপিল দেবকে নিয়েও বায়োপিক তৈরি হয়েছে ‘৮৩’। তবে শুধু ভারতের পুরুষ ক্রিকেটারদের জীবনই যে চলচ্চিত্র রুপে দর্শকদের সামনে এসেছে তা নয়। এই তালিকায় রয়েছেন ভারতের দুই মহিলা ক্রিকেটারও। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজকে নিয়ে তৈরি হয়েছে ‘সাবাস মিতু’ বায়োপিক। অভিনয়ে রয়েছেন বলিউড তারকা তাপসী পান্নু। এবং ভারতের অপর তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনীও ‘চাকদা এক্সপ্রেস’ নামে রুপোলি পর্দায় ফুটিয়ে তুলছেন বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা। এ তো গেল ভারতীয় ক্রিকেটারদের বায়োপিকের কথা। তবে আপনি এটা শুনলে খানিক চমকে যাবেনই। যে ওয়াঘার ওপারের এক ক্রিকেটারকে নিয়ে তৈরি হচ্ছে তাঁর বায়োপিক। তিনি রীতিমতো চর্চিত এক ক্রিকেটার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস… ব্যস এইটুকু বললে আর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, কার বায়োপিক তৈরি হচ্ছে। প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar) নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁকে কেন্দ্র করে তৈরি হতে চলা বায়োপিকের কথা। বায়োপিকের নাম রাখা হয়েছে, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস – রানিং এগেনস্ট দ্য অডস’।
১৪ বছর ধরে পাকিস্তানের জার্সি গায়ে চাপিয়ে দাপিয়ে খেলেছেন শোয়েব। প্রতিপক্ষের যে কোনও ব্যাটার শোয়েবের গতিকে ভয় পেত। সোশ্যাল মিডিয়ায় নিজের বায়োপিকের মোশন পোস্টারের একটি ২৪ সেকেন্ডের ক্লিপ শেয়ার করে শোয়েব লেখেন, “একটা সুন্দর যাত্রার শুভ সূচনা হতে চলেছে। আমার গল্প, আমার জীবন, আমার বায়োপিক, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, রানিং এগেনস্ট দ্য অডস’। এর আগে কখনও আপনাদের এমন অভিজ্ঞতা হয়নি। পাকিস্তানের কোনও ক্রীড়াবিদকে নিয়ে প্রথম বিদেশি সিনেমা। আপনাদের বিতর্কিত মানুষ, শোয়েব আখতার।”
Beginning of this beautiful journey. Announcing the launch of my story, my life, my Biopic,
“RAWALPINDI EXPRESS – Running against the odds”
You’re in for a ride you’ve never taken before. First foreign film about a Pakistani Sportsman.Controversially yours,
Shoaib Akhtar pic.twitter.com/3tIgBLvTZn— Shoaib Akhtar (@shoaib100mph) July 24, 2022
শোয়েবের শেয়ার করা পোস্টারে দেখা যায়, তাঁর বায়োপিকটি রিলিজ করবে ২০২৩ সালের ১৬ নভেম্বর। সিনেমাটির পরিচালক মহম্মদ ফরাজ কায়জার। কিউ প্রোডাকশন্স ফিল্মস নামক একটি সংস্থা এই সিনেমাটির প্রযোজনা করছে। শোয়েবের বায়োপিকে তাঁর ভূমিকায় কে থাকছেন, এখনও তা জানা যায়নি। আশা করা হচ্ছে, তাঁর বায়োপিকে তাঁর জীবনের অনেক অজানা গল্প উঠে আসবে।
আন্তর্জাতিক ক্রিকেটে আখতারের ঝুলিতেই রয়েছে দ্রুততম বল করার রেকর্ডটি (১৬১.৩ কিমি প্রতি ঘন্টায়)। ২০০৩ বিশ্বকাপের সময় পাক স্পিডস্টার শোয়েব এই কীর্তিটি অর্জন করেছিলেন। পাকিস্তানের জার্সিতে শোয়েব মোট ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ান ডে এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। টেস্টে তাঁর উইকেট সংগ্রহ ১৭৮টি। পাশাপাশি ওয়ান ডেতে ২৪৭টি এবং টি-টোয়েন্টিতে ১৯টি উইকেট নিয়েছেন তিনি।