CWG 2022: কমনওয়েলথ গেমসের আগে ফের ধাক্কা, ডোপে মাথা হেঁট ভারতের


শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস শুরু হতে হাতে মাত্র তিন দিন। অতীতের সব রেকর্ড বার্মিংহ্যামে ভেঙে দিতে চায় ভারতীয় অ্যাথলিটরা। যে লক্ষ্যে ২১৫ জন অ্যাথলিটের দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু সময় যত এগিয়ে আসছে ততই দল থেকে টুপটাপ করে খসে পড়ছেন এক, দু’জন করে। এতে কমে যাচ্ছে ভারতের পদক জয়ের দাবিদাররা।


Jul 25, 2022 | 2:28 PM

| Edited By: Tithimala Maji

Jul 25, 2022 | 2:28 PM




শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস শুরু হতে হাতে মাত্র তিন দিন। অতীতের সব রেকর্ড বার্মিংহ্যামে ভেঙে দিতে চায় ভারতীয় অ্যাথলিটরা। যে লক্ষ্যে ২১৫ জন অ্যাথলিটের দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু সময় যত এগিয়ে আসছে ততই দল থেকে টুপটাপ করে খসে পড়ছেন এক, দু'জন করে। এতে কমে যাচ্ছে ভারতের পদক জয়ের দাবিদাররা। (ছবি: টুইটার)

শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস শুরু হতে হাতে মাত্র তিন দিন। অতীতের সব রেকর্ড বার্মিংহ্যামে ভেঙে দিতে চায় ভারতীয় অ্যাথলিটরা। যে লক্ষ্যে ২১৫ জন অ্যাথলিটের দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু সময় যত এগিয়ে আসছে ততই দল থেকে টুপটাপ করে খসে পড়ছেন এক, দু’জন করে। এতে কমে যাচ্ছে ভারতের পদক জয়ের দাবিদাররা। (ছবি: টুইটার)

এখনও পর্যন্ত যা খবর তাতে মোট পাঁচজন ভারতীয় অ্যাথলিট কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গিয়েছেন। এর পিছনে রয়েছে ডোপ টেস্টে ব্যর্থতা। গত সপ্তাহে ডোপ কেলেঙ্কারিতে মুখ পুড়েছিল ভারতের। ডোপ টেস্টে ব্যর্থ হয়ে মহিলা রিলে দলের সদস্য ধনলক্ষ্মী এবং ট্রিপল জাম্পে জাতীয় রেকর্ডের অধিকারী ঐশ্বর্য বাবু ছিটকে যান। তাঁদের সাময়িক সাসপেন্ড করা হয়েছে।(ছবি: টুইটার)

এখনও পর্যন্ত যা খবর তাতে মোট পাঁচজন ভারতীয় অ্যাথলিট কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গিয়েছেন। এর পিছনে রয়েছে ডোপ টেস্টে ব্যর্থতা। গত সপ্তাহে ডোপ কেলেঙ্কারিতে মুখ পুড়েছিল ভারতের। ডোপ টেস্টে ব্যর্থ হয়ে মহিলা রিলে দলের সদস্য ধনলক্ষ্মী এবং ট্রিপল জাম্পে জাতীয় রেকর্ডের অধিকারী ঐশ্বর্য বাবু ছিটকে যান। তাঁদের সাময়িক সাসপেন্ড করা হয়েছে।(ছবি: টুইটার)

একইভাবে নিষিদ্ধ ওষুধ সেবন করার অভিযোগে কমনওয়েলথ টিম থেকে ছিটকে গিয়েছেন দু'জন প্যারা অ্যাথলিট। একজন শটপুটে IF1 ক্যাটাগরির অনীশ কুমার সুরেন্দ্রন পিল্লাই এবং ভারোত্তলক গীতা। নিশ্চিত করেছেন ফার্মেসি কাউন্সিল অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট দীপা মালিক।(ছবি: টুইটার)

একইভাবে নিষিদ্ধ ওষুধ সেবন করার অভিযোগে কমনওয়েলথ টিম থেকে ছিটকে গিয়েছেন দু’জন প্যারা অ্যাথলিট। একজন শটপুটে IF1 ক্যাটাগরির অনীশ কুমার সুরেন্দ্রন পিল্লাই এবং ভারোত্তলক গীতা। নিশ্চিত করেছেন ফার্মেসি কাউন্সিল অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট দীপা মালিক।(ছবি: টুইটার)

এখানেই শেষ নয়। ধনলক্ষ্মীর পরিবর্তে মেয়েদের ৪x১০০ রিলে দলে অন্তর্ভুক্তির জন্য ভাবা হয়েছিল এমভি জিলনাকে। তিনিও ডোপ পরীক্ষাও উতরোতে পারেননি। (ছবি: টুইটার)

এখানেই শেষ নয়। ধনলক্ষ্মীর পরিবর্তে মেয়েদের ৪x১০০ রিলে দলে অন্তর্ভুক্তির জন্য ভাবা হয়েছিল এমভি জিলনাকে। তিনিও ডোপ পরীক্ষাও উতরোতে পারেননি। (ছবি: টুইটার)

দলে এখন হিমা দাস, দ্যুতি চাঁদ, সর্বাণী নন্দা এবং এনএস সিমি। এর মধ্যে কোনও একজন চোট অথবা অন্য কোনও সমস্যায় পড়লে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে বাধ্য হবে মেয়েদের রিলে দল।(ছবি: টুইটার)

দলে এখন হিমা দাস, দ্যুতি চাঁদ, সর্বাণী নন্দা এবং এনএস সিমি। এর মধ্যে কোনও একজন চোট অথবা অন্য কোনও সমস্যায় পড়লে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে বাধ্য হবে মেয়েদের রিলে দল।(ছবি: টুইটার)

এই নিয়ে এক সপ্তাহেরও কম সময়ে দেশের মোট পাঁচজন অ্যাথলিট ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন। বার্মিংহ্যামে মাল্টি স্পোর্টস ইভেন্ট শুরু আগে লজ্জায় মাথা হেঁট ভারতের।(ছবি: টুইটার)

এই নিয়ে এক সপ্তাহেরও কম সময়ে দেশের মোট পাঁচজন অ্যাথলিট ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন। বার্মিংহ্যামে মাল্টি স্পোর্টস ইভেন্ট শুরু আগে লজ্জায় মাথা হেঁট ভারতের।(ছবি: টুইটার)






Most Read Stories


Leave a Reply