Holiday: ছাতা হাতে প্যারিসে কোহলি, জামা খুলে পোজ হার্দিকের; ছুটির আমেজে তারকা ক্রিকেটাররা


পরপর সিরিজ খেলতে হবে। তাই বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের মতো বেশ কয়েকজন সিনিয়র সদস্য ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওডিআই সিরিজে বিশ্রাম পেয়েছেন। খানিক ফুরসত পেয়েই যে যার মতো ঘুরে বেড়িয়ে এলেন। সেসব ছবি ফলাও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন।


Jul 25, 2022 | 6:45 AM

| Edited By: Tithimala Maji

Jul 25, 2022 | 6:45 AM




পরপর সিরিজ খেলতে হবে। তাই বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের মতো বেশ কয়েকজন সিনিয়র সদস্য ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওডিআই সিরিজে বিশ্রাম পেয়েছেন। খানিক ফুরসত পেয়েই যে যার মতো ঘুরে বেড়িয়ে এলেন। সেসব ছবি ফলাও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। (ছবি: ইনস্টাগ্রাম)

পরপর সিরিজ খেলতে হবে। তাই বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের মতো বেশ কয়েকজন সিনিয়র সদস্য ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওডিআই সিরিজে বিশ্রাম পেয়েছেন। খানিক ফুরসত পেয়েই যে যার মতো ঘুরে বেড়িয়ে এলেন। সেসব ছবি ফলাও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। (ছবি: ইনস্টাগ্রাম)

ইংল্যান্ড সফর শেষ হলেও রোহিত-ঋতিকা কয়েকটা দিন ওদেশে থেকে গিয়েছিলেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতীয় দলে যোগ দেওয়ার আগে স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটালেন।(ছবি:ইনস্টাগ্রাম)

ইংল্যান্ড সফর শেষ হলেও রোহিত-ঋতিকা কয়েকটা দিন ওদেশে থেকে গিয়েছিলেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতীয় দলে যোগ দেওয়ার আগে স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটালেন।(ছবি:ইনস্টাগ্রাম)

লন্ডনে ঋতিকা এবং মেয়ে সামাইরার সঙ্গে ঘুরলেন এবং দেদার সেলফি তুললেন শর্মাজি।(ছবি:ইনস্টাগ্রাম)

লন্ডনে ঋতিকা এবং মেয়ে সামাইরার সঙ্গে ঘুরলেন এবং দেদার সেলফি তুললেন শর্মাজি।(ছবি:ইনস্টাগ্রাম)

হার্দিক বেড়াতে যাবেন আর শার্টলেস ছবি তুলবেন না, এটা হয় নাকি? গ্রিসের সান্তোরিনির মনোমুগ্ধকর পরিবেশকে পিছনে রেখে  বেশ পোজ দিয়ে ছবি তুললেন। প্রশংসা পেলেন অভিনেত্রী স্ত্রী নাতাশার।(ছবি:ইনস্টাগ্রাম)

হার্দিক বেড়াতে যাবেন আর শার্টলেস ছবি তুলবেন না, এটা হয় নাকি? গ্রিসের সান্তোরিনির মনোমুগ্ধকর পরিবেশকে পিছনে রেখে বেশ পোজ দিয়ে ছবি তুললেন। প্রশংসা পেলেন অভিনেত্রী স্ত্রী নাতাশার।(ছবি:ইনস্টাগ্রাম)

পুরো ক্যারিবিয়ান সফর থেকেই বিশ্রাম পেয়েছেন কিং কোহলি। নিন্দুকদের মুখে ছাই দিয়ে অনুষ্কা নিয়ে বেরিয়ে পড়েন ভালোবাসার শহর প্যারিসের উদ্দেশে। (ছবি:ইনস্টাগ্রাম)

পুরো ক্যারিবিয়ান সফর থেকেই বিশ্রাম পেয়েছেন কিং কোহলি। নিন্দুকদের মুখে ছাই দিয়ে অনুষ্কা নিয়ে বেরিয়ে পড়েন ভালোবাসার শহর প্যারিসের উদ্দেশে। (ছবি:ইনস্টাগ্রাম)

প্যারিসের পথঘাটে ইতিউতি ঘুরতে ঘুরতেই পেয়ে গেলেন এক অনুরাগীকে। ছবি তোলার অনুরোধ পেতেই দাঁড়িয়ে পড়েন ক্যামেরার সামনে। তবে বগল চাপা কালো রঙের ছাতাটা বোধহয় সরিয়ে রাখতে ভুলে গিয়েছিলেন বিরাট। (ছবি:ইনস্টাগ্রাম)

প্যারিসের পথঘাটে ইতিউতি ঘুরতে ঘুরতেই পেয়ে গেলেন এক অনুরাগীকে। ছবি তোলার অনুরোধ পেতেই দাঁড়িয়ে পড়েন ক্যামেরার সামনে। তবে বগল চাপা কালো রঙের ছাতাটা বোধহয় সরিয়ে রাখতে ভুলে গিয়েছিলেন বিরাট। (ছবি:ইনস্টাগ্রাম)






Most Read Stories


Leave a Reply