India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে রেকর্ড বুকে মেন ইন ব্লু, ভাঙল পাকিস্তানের বিশ্ব রেকর্ড


India beat West Indies:রবিবার ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ২ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ের সঙ্গেই বিশ্ব রেকর্ডের অধিকারী মেন ইন ব্লু। একটি টিমের বিরুদ্ধে সবচেয়ে বেশিবার ওয়ান ডে সিরিজ জয়ের রেকর্ড তাদের ঝুলিতে।

পাকিস্তানকে পিছনে ফেলল ভারত

Image Credit source: Twitter

পোর্ট অব স্পেন: অক্ষর প্যাটেলের ধুঁয়াধার ব্যাটিং। পাঁচটি ছয় ও তিনটি চারের সৌজন্যে ভারতীয় দলের অলরাউন্ডারের ৩৫ বলে ৬৪ রানের ঝোড়ো ব্যাটিংয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচ ও সিরিজ দুটোই জিতিয়েছে ভারতকে। সিরিজ এখন ২-০। এই জয়ের সঙ্গেই পোর্ট অব স্পেনে বিশ্বরেকর্ডের অধিকারী হল মেন ইন ব্লু। ভেঙে গেল পাকিস্তানের রেকর্ড। আসলে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের এটি লাগাতার দ্বাদ্বশতম ওয়ান ডে সিরিজ জয়। একটি টিমের বিরুদ্ধে সবচেয়ে বেশিবার ওয়ান ডে সিরিজ জয়ের রেকর্ড ছিল পাকিস্তানের ঝুলিতে। জিম্বাবোয়ের বিরুদ্ধে লাগাতার ১১টি ওয়ান ডে সিরিজ জেতার নজির রয়েছে প্রতিবেশী দেশের। রবিবার এই নিরিখে পাকিস্তানকে ছাপিয়ে গেল ভারতীয় দল।

কোন টিম কার বিরুদ্ধে সর্বাধিক ওয়ান ডে সিরিজ জিতেছে

  • ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে সর্বাধিক ১২টি সিরিজে হারিয়েছে
  • পাকিস্তান জিম্বাবোয়েকে লাগাতার ১১টি সিরিজে হারিয়েছে
  • পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ১০টি সিরিজে
  • দক্ষিণ আফ্রিকা জিম্বাবোয়েকে হারিয়েছে ৯টি ওডিআই সিরিজে
  • ভারত শ্রীলঙ্কাকে ৯টি সিরিজে হারিয়েছে

একসময় পাকিস্তানের ঝুলিতে থাকা বিশ্বরেকর্ড এখন ভারতের ঘরে। শেষবার ভারতীয় দলকে  দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে হারিয়েছিল ২০০৬ সালে। তখন ক্যারিবিয়ানদের নেতৃত্বে কিংবদন্তি ব্রায়ান লারা। সেবার ১-৪ ব্যবধানে সিরিজ হেরেছিল ভারত। কাকতালীয়ভাবে বর্তমান ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ছিলেন তৎকালীন অধিনায়ক। তারপর থেকে লাগাতার ১২টি ওডিআই সিরিজ হারল ক্যারিবিয়ানরা। এই বিশ্বরেকর্ডে ভারতীয় দলের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ হল।

সিরিজের প্রথম ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩ রানে জিতে নিয়েছিল ভারত। শিখর ধাওয়ানের নেতৃত্বে রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ ২ উইকেটে জয়। বুধবার শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের ঘরের মাঠে চুনকাম করার লক্ষ্যে নামবে ধাওয়ান অ্যান্ড কোম্পানি। কুইন্স পার্ক ওভালের মাঠে ২০০৭ সালে শেষবার ওয়ান ডে ম্যাচ হেরেছিল ভারত। ম্যাচটি ছিল ওডিআই বিশ্বকাপের গ্রুপ স্টেজের। কুইন্স পার্ক ওভালে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের যন্ত্রণা এখনও তাড়া করে বেড়ায়।



Leave a Reply