বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নীরজদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন পাকিস্তানের অ্যাথলিট আরশাদ নাদিম। ফাইনালের পঞ্চম স্থানে শেষ করেন নাদিম। ইভেন্ট শেষ হওয়ার পর নীরজ এগিয়ে গিয়ে নাদিমের সঙ্গে কথা বলেন। পাক প্রতিদ্বন্দ্বীর পারফরম্যান্সের প্রশংসায় ভাসেন দেশের রুপোজয়ী অ্যাথলিট।
Image Credit source: Twitter
ওরিগন: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নীরজদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন পাকিস্তানের অ্যাথলিট আরশাদ নাদিম। ফাইনালের পঞ্চম স্থানে শেষ করেন নাদিম। ইভেন্ট শেষ হওয়ার পর নীরজ এগিয়ে গিয়ে নাদিমের সঙ্গে কথা বলেন। পাক প্রতিদ্বন্দ্বীর পারফরম্যান্সের প্রশংসায় ভাসেন দেশের রুপোজয়ী অ্যাথলিট।
টোকিয়ো অলিম্পিকে দু’জনের মধ্যে চলেছিল জোর লড়াই। ভারতের নীরজ চোপড়া এবং পাকিস্তানে আরশাদ নাদিম। অলিম্পিকে জ্যাভলিন থ্রো ফাইনালে ভারত-পাক দ্বৈরথ সেবার শিরোনামে উঠে আসে। খেলার মাঠে ভারত-পাক দ্বৈরথ মানে মর্যাদার লড়াই। বাইশ গজে এই প্রতিদ্বন্দ্বিতা অন্য উচ্চতা লাভ করেছে। অলিম্পিকেও ভারত-পাক লড়াইয়ে গন্ধ পেয়ে জেগে উঠেছিল দুই দেশের সমর্থকরা। ভুলবশত নীরজের জ্যাভলিন নাদিম নিয়ে ঘুরছিলেন। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই চরম ট্রোল হন পাক জ্যাভলিন থ্রোয়ার। সেবারও সৌজন্যের পরিচয় দিয়েছিলেন নীরজ। পাশে দাঁড়িয়েছিলেন পাক জ্যাভলিন থ্রোয়ারের। বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চেও ভারত-পাক সৌহার্দ্যের নজির গড়লেন নীরজ।
রবিবাসরীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে রুপো জিতেছেন নীরজ চোপড়া। চতুর্থ রাউন্ডে ৮৮.১৩ মিটার বর্শা ছুড়ে দ্বিতীয় স্থানে শেষ করেন নীরজ। সোনা জেতেন গ্রানাদার অ্যান্ডারসন পিটার্স। অন্যদিকে প্রথম তিনে শেষ করতে পারেননি পাকিস্তানের আরশাদ নাদিম। পঞ্চম স্থানে শেষ করেন। বিশ্ব মঞ্চে একাধিকবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন নীরজ-নাদিম। রবিবারের ইভেন্টের পর চিরপ্রতিদ্বন্দ্বী দেশের জ্যাভলিন থ্রোয়ারের সঙ্গে কথা বলেন নীরজ। ফাইনালে তাঁর চেষ্টার প্রশংসা করেন। অভিনন্দন জানান।
সাংবাদিক বৈঠকে নীরজ বলেন, “ইভেন্ট শেষ হওয়ার পর নাদিমের সঙ্গে গিয়ে কথা বললাম। ওর ভালো পারফরম্যান্সের প্রশংসা করি। নাদিম জানায়, ফাইনালের সময় একটু সমস্যায় পড়েছিল। কনুইয়ের চোটে ভুগছিল। সমস্যা সত্ত্বেও ওর দারুণ থ্রোয়ের প্রশংসা করি। যেভাবে কামব্যক করেছিল তা সত্যিই তারিফযোগ্য। নাদিম ৮৬ মিটার থ্রো করেছিল। সেইসময় শরীরের উপর ওর নিয়ন্ত্রণ দারুণ ছিল।” ২০১৮ সালের এশিয়ান গেমসে নাদিম ও নীরজের একটি ছবি ভাইরাল হয়। পোডিয়ামে দাঁড়িয়ে দু’জনকে গল্প করতে দেখা গিয়েছিল। এরপর টোকিয়ো অলিম্পিক পেরিয়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। জ্যাভলিনে ভারত-পাক সৌহার্দ্যে দেখা গেল ফের একবার।