লক্ষীরতনই বাংলার কোচ, সহকারী সৌরাশিস


সিএবির তরফে আনুষ্ঠানিক ঘোষণা হল।

Image Credit source: TWITTER

কলকাতা : আনুষ্ঠানিক ঘোষণা বাংলা ক্রিকেট সংস্থার। বাংলার কোচ হলেন লক্ষীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। সোমবারই নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন সিএবি (CAB) কর্তারা। ঘরের ছেলের উপরই ভরসা রাখলেন বাংলার ক্রিকেট কর্তারা। সোমবারই কার্যত নিশ্চিত ছিল বাংলার কোচ লক্ষীরতন শুক্লা। এদিন আনুষ্ঠানিক ঘোষণা হল। ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে ডব্লিউভি রামনকে। লক্ষীর সহকারী হিসেবে ঘোষণা হল সৌরাশিস লাহিড়ীর নাম (Saurasish Lahiri)। অগস্টের প্রথম সপ্তাহেই নতুন কোচের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করবে বাংলা দল। ব্যাটিং পরামর্শদাতা ডব্লিউভি রামন বছরে ৫০ দিন কাজ করবেন।

বিস্তারিত আসছে….

Leave a Reply