ম্যাঞ্চেস্টার সিটির তারকা মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের বান্ধবী সাশা রেবেকা (Sasha Rebecca) বর্তমানে ক্যালিফোর্নিয়ায় সময় কাটাচ্ছেন। আর লস অ্যাঞ্জেলিসে পর্যটকদের জন্য সব চেয়ে আকর্ষণীয় স্থান হল হলিউড। সেই হলিউড দেখার জন্য লস অ্যাঞ্জেলিসের পাহাড়ে চড়েন সাশা। পোজ দিয়ে সেখানে সুন্দর ছবিও তোলেন। তবে পাহাড় থেকে নামার পথেই বিপত্তি। পা পিছলে প্রায় পড়েই যাচ্ছিলেন সাশা। যদিও মুহূর্তে সামলে নেন নিজেকে।
Jul 26, 2022 | 6:45 AM
Most Read Stories