commonwealth games 2022 Cricket: সোমবার বার্মিংহ্যামে পা রেখেছে ভারতীয় মহিলা ক্রিকেট টিম। উদ্বোধনী অনুষ্ঠানের পরদিন থেকে অ্যাকশনে নেমে পড়বে হরমনপ্রীত অ্যান্ড কোং।
Image Credit source: Twitter
বার্মিংহ্যাম: বার্মিংহ্যামে পা রেখেই কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে হরমনপ্রীত কৌর অ্যান্ড কোম্পানি। ২৮ জুলাই আনুষ্ঠানিকভাবে গেমসের পর্দা উঠবে। তারপরের দিন অর্থাৎ ২৯ জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে মেয়েদের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। ৩১ জুলাইয়ের ভারত-পাকিস্তান (India vs Pakistan) হাইভোল্টেজ দ্বৈরথ নিয়ে সকলের আগ্রহ তুঙ্গে। যদিও তার আগেই কঠিন প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলাতে হবে ওমেন ইন ব্লু-কে। এজবাস্টন স্টেডিয়ামের মাঠে শুক্রবার ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ম্যাচ দিয়ে শুরু হয়ে যাবে কমনওয়েলথে ব্যাটে-বলের লড়াই। সেদিন ইতিহাসে নাম লেখা হয়ে যাবে দুটি দলের ২২ জন খেলোয়াড়ের। কমনওয়েলথের ইতিহাসে এই প্রথম মেয়েদের ক্রিকেটের অন্তর্ভুক্তি। তার উপর টি-২০ ফরম্যাট। হাতে আর একদম সময় নেই। বার্মিংহ্যামে পা রেখেই প্রস্তুতিতে নেমে পড়েছে প্রতিযোগিতার ফেভারিট হরমনপ্রীত, স্মৃতিরা।
ইংল্যান্ডের মাটিতে সুখকর কিছু স্মৃতি রয়েছে হরমনপ্রীতদের। ২০১৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপে রানার্স হয়েছিল ভারত। বিশ্বকাপ হাতছাড়া হলেও এই মেগা টুর্নামেন্টের শেষ ধাপ পর্যন্ত পৌঁছনো ভারতের মহিলা ক্রিকেটকে এগিয়ে দিয়েছিল কয়েকগুণ। দর্শকদের টিভির সামনে বসতে বাধ্য করেন তৎকালীন অধিনায়ক মিতালি রাজের দল। কমনওয়েলথে ভারতীয় দলে সিনিয়র বলতে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা। চলতি বছরে প্রথমদিকে বিশ্বকাপে দেশের মেয়েরা ব্যর্থতার স্বাদ পেয়েছে। কমনওয়েলথের অভিষেক পর্বে পদক জয় সেই আক্ষেপে প্রলেপ দিতে পারে অনেকটাই।
A warm send off for #TeamIndia as they left for Birmingham this morning from Bengaluru. ??? #Birmingham2022 pic.twitter.com/Z6tcR3jcDf
— BCCI Women (@BCCIWomen) July 24, 2022
কমনওয়েলথ গেমসে ভারত রয়েছে গ্রুপ এ-তে। সঙ্গী অস্ট্রেলিয়া, বার্বাডোজ এবং পাকিস্তান। গ্রুপ বি-র সদস্য দেশগুলি হল শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। এজবাস্টনে ২৯ জুলাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কমনওয়েলথ অভিযান শুরু করবে ভারত। এরপর ৩১ জুলাই পাকিস্তান ও ৩ জুলাই বার্বাডোজের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। দুটি গ্রুপের সেরা দুটো করে দল সেমিফাইনালে পা রাখবে। লিগ পর্বে তিনটি ম্যাচ খেলবে ভারত।
ভারতের স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, সাব্বিনেনি মেঘনা, তানিয়া ভাটিয়া, যষ্টিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড়, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেণুকা ঠাকুর, জেমিমা রড্রিগেজ, রাধা যাদব, হারলিন দেওল এবং স্নেহ রানা।
- ২৯ জুলাই ২০২২ : অস্ট্রেলিয়া বনাম ভারত: এজবাস্টন : বিকেল ৩:৩০
- ৩১ জুলাই ২০২২: ভারত বনাম পাকিস্তান : এজবাস্টন: বিকেল ৩:৩০
- ৩ অগাস্ট ২০২২: ভারত বনাম বার্বাডোজ: এজবাস্টন : রাত ১০:৩০
- ৬ অগাস্ট ২০২২: প্রথম সেমিফাইনাল: এজবাস্টন: বিকেল ৩:৩০
- ৬ অগাস্ট ২০২২: দ্বিতীয় সেমিফাইনাল: এজবাস্টন: রাত ১০:৩০
- ৭ অগাস্ট ২০২২: ব্রোঞ্জ মেডেল ম্যাচ: এজবাস্টন: দুপুর ২:৩০
- ৭ অগাস্ট ২০২২: গোল্ড মেডেল ম্যাচ : এজবাস্টন: রাত ৯:৩০