East Bengal: চুক্তি সইয়ের দিন ঘোষণা বিনিয়োগকারী সংস্থার


আইএসএলের জন্য স্টিফেন কনস্টানটাইনকে কোচ করছে লাল-হলুদ। আগেই স্টিফেনের কাছে চুক্তিপত্র পাঠিয়েছে ইস্টবেঙ্গল। কলকাতা লিগের জন্য কোচ করা হচ্ছে বিনো জর্জকে।

২ অগাস্ট ইমামি-ইস্টবেঙ্গল সই।

ছবি: টুইটার

TV9 Bangla Digital

| Edited By: Kaustav Ganguly

Jul 26, 2022 | 8:00 PM




কলকাতা: লাল-হলুদ সমর্থকদের জন্য খুশির খবর। যাবতীয় অপেক্ষার অবসান। ইমামি আর ইস্টবেঙ্গলের (East Bengal) চুক্তিপত্র সইয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল। ২ অগাস্ট বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে চুক্তি সই করছে ইস্টবেঙ্গল। পয়লা অগাস্ট ইস্টবেঙ্গল দিবস। তার পরদিনই ইমামির সঙ্গে নতুন ভাবে পথ চলা শুরু করছে লাল-হলুদ। নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ২ মাস পেরিয়ে গেলেও সই হয়নি। যা নিয়ে সমর্থকরা উৎকণ্ঠায় ছিলেন। কিন্তু মঙ্গলবার বিনিয়োগকারী সংস্থার তরফ থেকে চুক্তি সইয়ের দিন জানিয়ে দেওয়া হল। সামনের মঙ্গলবারই আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই কোচ নিয়োগের প্রক্রিয়াও সেরে রেখেছে ইস্টবেঙ্গল। আইএসএলের জন্য স্টিফেন কনস্টানটাইনকে কোচ করছে লাল-হলুদ। আগেই স্টিফেনের কাছে চুক্তিপত্র পাঠিয়েছে ইস্টবেঙ্গল। কলকাতা লিগের জন্য কোচ করা হচ্ছে বিনো জর্জকে।

Leave a Reply