রিয়েল এস্টেট সংস্থা আম্প্রপালির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন।
Image Credit source: TWITTER
নয়াদিল্লি : ভারতের প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে নোটিস (notice) সুপ্রিম কোর্টের। রিয়াল এস্টেট সংস্থা আম্রপালি গ্রুপ এবং তাঁর মধ্যে মধ্যস্থতার আবেদন করেছিলেন ধোনি। দিল্লি হাইকোর্ট ধোনির (MS Dhoni) আবেদনে সাড়া দিয়েছিল। এবার তাতেও স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (The Supreme Court)। জাস্টিস উদয় ললিত এবং বেলা ত্রিবেদীর বেঞ্চ জানিয়েছে, যারা এই রিয়েল এস্টেট সংস্থার থেকে ফ্ল্যাট কিনেছে তাদের নিশ্চয়তা দিতে হবে। এই সংস্থা আলোচনার জায়গায় নেই বলেও জানায় কোর্ট।
এর আগে, ২০১৯’র মার্চে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রিয়েল এস্টেট সংস্থা আম্প্রপালির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। এই সংস্থার কাছে ৪০ কোটি টাকা বকেয়া রয়েছে এমনটাই দাবি করেছিলেন ধোনি। কোর্ট যাতে এই বকেয়া পাওয়ার ব্যাপারে রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেয়, সেই আবেদন করেছিলেন ধোনি। তবে ধোনির বকেয়া মেটানোর চেয়েও, যারা এই সংস্থার থেকে ফ্ল্যাট কিনেছেন তাদের স্বার্থ দেখা জরুরি বলেই মনে করে সুপ্রিম কোর্ট। সে কারণেই দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে। আম্প্রপালি সংস্থার অব্যবহৃত সম্পত্তি বিক্রি করে ৭০০ কোটি টাকা কী ভাবে বন্দোবস্ত করা যায়, এ বিষয়ে রাস্তা খুঁজতে নির্দেশ দিয়েছে গ্রেটার নয়ডা অথোরিটিকে।
প্রবল আইনি সমস্যায় প্রাক্তন অধিনায়ক ধোনি। আম্প্রপালি সংস্থার ফ্ল্যাট ক্রেতারা দাবি তুলেছিল, ধোনির থেকে ৪২ কোটি টাকা উদ্ধার করতে হবে। ধোনি এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। হাউসিং নিয়ে তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। এ বিষয়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ধোনিকেও দায়ী করছেন। তাদের টাকা থেকেই ধোনিকে এনডোর্সমেন্ট ফি দেওয়া হয়েছিল এবং সেই টাকা ফেরতের আবেদন করছেন প্রতারিতরা।