ঋতুরাজ, অর্শদীপরা কি সুযোগ পাবেন! নজরে যারা


বাঁ হাতি পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh) কিংবা ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), ঈশান কিষাণরা এই ম্যাচে সুযোগ পেতে পারেন।

Image Credit source: BCCI

পোর্ট অব স্পেন : সিরিজ জিতে নিয়েছে ভারত। এক ম্যাচ বাকি থাকতেই। ফলে তৃতীয় ম্যাচে পরীক্ষার সুযোগ থাকবে ভারতের। বাঁ হাতি পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh) কিংবা ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), ঈশান কিষাণরা এই ম্যাচে সুযোগ পেতে পারেন। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) প্রথম দু ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছিল, প্রথম দু ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। শেষ ম্যাচে জাডেজা ফিরবেন কী না, ধোঁয়াশা রয়েছে। জাডেজা ফিরলে গত ম্যাচের নায়ক অক্ষর প্যাটেলকে জায়গা ছাড়তে হতে পারে। আবার যুজবেন্দ্র চাহালকে বিশ্রাম দিয়ে দু জন বাঁ হাতি স্পিনার খেলানো হলে আলাদা বিষয়। শেষ ওয়ান ডে তে যাদের দিকে বিশেষ নজর থাকবে ভারতীয় শিবিরে…

শিখর ধাওয়ান : দুটো ওয়ান ডে সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন শিখর ধাওয়ান। সিরিজ জয়ের রেকর্ড একশো শতাংশ। প্রথম ম্যাচে ব্যাট হাতে সাফল্য পেলেও, গত ম্যাচে হতাশ করেছেন। প্রথম ম্যাচের মতো সাফল্যের প্রত্যাশা থাকবে ধাওয়ানের ব্যাটে। এই ম্যাচ ধাওয়ানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওয়ান ফরম্যাটে আবার দীর্ঘদিন পর খেলা থাকবে ভারতের। ধাওয়ান শুধু এই ফরম্যাটেই সুযোগ পাচ্ছেন।

শুভমন গিল : প্রথম ম্যাচে অর্ধশতরান। দ্বিতীয় ম্যাচেও ভাল শুরু করেছিলেন। দু ম্যাচেই তাঁর আউটের ধরণ হতাশাজনক। সুযোগ পেলে এই ম্যাচে বড় ইনিংসের প্রত্যাশা থাকবে শুভমনের ব্য়াটে। তিনি নিজেও সেটাই চাইবেন।

সূর্যকুমার যাদব : গত চারটি একদিনের ম্যাচের মধ্যে তিন বার প্লেড অন হয়েছেন সূর্যকুমার যাদব। ইংল্যান্ড সফরে টি ২০ তে শতরান করেছেন। প্রত্যাশা বেড়েছে তাঁর উপর। এই সিরিজে এখনও অবধি ভরসা দিতে পারেননি। শেষ ওয়ান ডে তে বিশেষ নজর থাকবে সূর্যর ব্যাটিংয়ে।

অক্ষর প্যাটেল : গত ম্যাচে ভারতের জয়ের নায়ক। অলরাউন্ড পারফরম্যান্স দেখা গিয়েছে অক্ষরের থেকে। শেষ ১০ ওভারে ১০০ রান তাড়া করে জেতা। একেবারেই সহজ অঙ্ক ছিল না। কঠিন কাজ সহজ করেছেন অক্ষর। ৩৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস। সুযোগ পেলে অক্ষরের দিকে বাড়তি নজর থাকবে।

শার্দূল ঠাকুর : অলরাউন্ডার হিসেবে ধরা হলেও ব্যাটিংয়ে ভরসা দিতে পারেননি শার্দূল। বোলিংয়েও খেই হারাচ্ছেন। গত ম্যাচে তিন উইকেট নিলেও আত্মবিশ্বাসী দেখায়নি শার্দূলকে। তৃতীয় ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হলে, অলরাউন্ডার শার্দূলকে দেখার প্রত্যাশা থাকবে।

Leave a Reply