ফিল্ডিংয়ে নবজাগরণ, জন্মদিনে জন্টি রোডসকে নিয়ে অজানা তথ্য


ফিল্ডিংয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখা যায়! জন্টি রোডসকে (Jonty Rhodes) না দেখলে, এ কথা হয়তো কারও মাথায়ই আসতো না। ক্রিকেট মাঠে ফিল্ডিংয়ে নবজাগরণ এনেছিলেন। আজ তাঁর জন্মদিন (Birthday)। ৫৩ বছর পূর্ণ করলেন জন্টি। ফিটনেস সেই আগের মতোই রয়েছে। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার দেশের জার্সিতে ৫২ টি টেস্ট এবং ২৪৫ টি ওয়ান ডে খেলেছেন। দক্ষিণ আফ্রিকা জাতীয় হকি (Hockey) দলেরও প্রতিনিধিত্ব করেছেন। কোচ হিসেবেও নজর কেড়েছেন। আরও কিছু তথ্য রয়েছে…


Jul 27, 2022 | 7:45 AM

| Edited By: Dipankar Ghoshal

Jul 27, 2022 | 7:45 AM




দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে-তে ১০০ ক্যাচ নেওয়ার নজির গড়েছিলেন জন্টি রোডস। (ছবি : টুইটার)

দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে-তে ১০০ ক্যাচ নেওয়ার নজির গড়েছিলেন জন্টি রোডস। (ছবি : টুইটার)

জন্টি রোডসের ফিল্ডিং প্রথম নজর কাড়ে ১৯৯২ বিশ্ব কাপে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে ইনজামাম উল হককে রান আউট করেন জন্টি। অবিশ্বাস্য দৃশ্য। (ছবি : টুইটার)

জন্টি রোডসের ফিল্ডিং প্রথম নজর কাড়ে ১৯৯২ বিশ্ব কাপে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে ইনজামাম উল হককে রান আউট করেন জন্টি। অবিশ্বাস্য দৃশ্য। (ছবি : টুইটার)

এই ছবিটি খুব বেশি আগের নয়। এ বছর এপ্রিলে ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন জন্টি। শিখর ধাওয়ান ও জন্টি রোডস পুলে ডাইভিং ক্যাচ নিচ্ছেন। (ছবি : ইনস্টাগ্রাম)

এই ছবিটি খুব বেশি আগের নয়। এ বছর এপ্রিলে ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন জন্টি। শিখর ধাওয়ান ও জন্টি রোডস পুলে ডাইভিং ক্যাচ নিচ্ছেন। (ছবি : ইনস্টাগ্রাম)

ভারতকে খুব ভালোবাসেন। ২০১৫ তে মুম্বাইতে জন্টি রোডসের দ্বিতীয় কন্যার জন্ম হয়। আইপিএল চলছিল সে সময়। মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ ছিলেন জন্টি। ভারতের প্রেমে মেয়ের নামকরণ করেন 'ইন্ডিয়া' (India)। (ছবি : টুইটার)

ভারতকে খুব ভালোবাসেন। ২০১৫ তে মুম্বাইতে জন্টি রোডসের দ্বিতীয় কন্যার জন্ম হয়। আইপিএল চলছিল সে সময়। মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ ছিলেন জন্টি। ভারতের প্রেমে মেয়ের নামকরণ করেন ‘ইন্ডিয়া’ (India)। (ছবি : টুইটার)

 বিশ্বের সর্বকালের সেরা ফিল্ডার বলা যায় জন্টিকে। তাঁর নজরে সেরা ফিল্ডার কে? জন্টি এই প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, তাঁর নজরে সেরা ফিল্ডার সুরেশ রায়না (Suresh Raina)। (ছবি : টুইটার)

বিশ্বের সর্বকালের সেরা ফিল্ডার বলা যায় জন্টিকে। তাঁর নজরে সেরা ফিল্ডার কে? জন্টি এই প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, তাঁর নজরে সেরা ফিল্ডার সুরেশ রায়না (Suresh Raina)। (ছবি : টুইটার)






Most Read Stories


Leave a Reply