CWG 2022: টানা দ্বিতীয়বার, বার্মিংহ্যাম কমনওয়েলথে দেশের পতাকাবাহক সিন্ধু


PV Sindhu: ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকাবাহক ছিলেন পিভি সিন্ধু। বৃহস্পতিবার বার্মিংহ্যামেও মার্চ পাস্টের সময় দেশের তেরঙা বইবেন দু’বারের অলিম্পিক পদক জয়ী।

তেরঙা বইবেন সিন্ধু

Image Credit source: Twitter

বার্মিংহ্যাম: অলিম্পিকে দেশকে দু’বার পদক জেতানো শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) এবারও কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বইবেন। ভারতীয় সময় বৃহস্পতিবার মাঝরাতে বার্মিংহ্যামের আলেকজান্ডার স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের ১৬৪ জন অ্যাথলিট। প্রাক্তন বিশ্ব চ্য়াম্পিয়ন শাটলার সিন্ধু বার্মিংহ্যামে সোনার পদক জয়ের প্রবল দাবিদার। এবারের কমনওয়েলথ গেমসে (commonwealth games 2022) সোনার পদকের অন্যতম দাবিদার সিন্ধু। এর আগে গোল্ড কোস্ট এবং গ্লাসগো কমনওয়েলথ গেমসে যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ পদক পান সিন্ধু। তবে ২০১৮ সালের মতো এবারও উদ্বোধনী অনুষ্ঠানে তেরঙা হাতে হাঁটবেন হায়দরাবাদি শাটলার।

নীরজের পরিবর্তে সিন্ধু

টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়াকে এবারের কমনওয়েলথ গেমসের পতাকাবাহক হিসেবে প্রাথমিকভাবে ভেবে রেখেছিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। যদিও আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা হয়নি। তবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়া চোট পাওয়ায় কমনওয়েলথে তাঁকে আদৌও পাওয়া যাবে কি না, তা নিয়ে ধন্দ্বে ছিল আইওএ। একান্তই নীরজকে পাওয়া না গেলে সেক্ষেত্রে পিভি সিন্ধুর কথা ভেবে রাখা হয়েছিল। নীরজের কুঁচকির চোট গুরুতর থাকায় মঙ্গলবার কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করে নেন নীরজ। তারপর বুধবার, অর্থাৎ কমনওয়েলথ গেমস শুরুর ঠিক একদিন আগে পতাকাবাহকের নাম ঘোষণা করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।

পদক জয়ের দাবিদার সিন্ধু

চলতি বছরে দারুণ ফর্মে রয়েছেন হায়দরাবাদি শাটলার। এ বছর দুটি ৩০০ সুপার সিরিজ খেতাব জিতেছেন সিন্ধু। তার মধ্যে একটি সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল এবং অন্যটি সুইস ওপেন। সদ্য সিঙ্গাপুর ওপেন জিতেছেন। তবে বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের বিরুদ্ধে সিন্ধুর পারফরম্যান্স কিছুটা চিন্তার কারণ।



Leave a Reply