সময় বড় কঠিন। একটা সময় নীল (Blue) জার্সিতে নানা স্মরণীয় ইনিংস খেলেছেন। ফ্রেম বন্দি কিছু মহূর্ত রয়েছে। গত দশকের সেরা ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে একেবারেই ফর্মে নেই বিরাট কোহলি (Virat Kohli)। প্রতিটা ম্যাচের আগেই প্রত্যাশা থাকে এই বুঝি ফর্মে ফিরবেন। অধিনায়ক রোহিত শর্মাই (Rohit Sharma) হোক বা অন্য কোনও সতীর্থ। ঢাল হয়ে বলছেন, বিরাটের ফর্মে ফেরা একট- দুটো ইনিংসের ব্যাপার। কিন্তু সেই দিনটা কবে আসবে! আন্তর্জাতিক ক্রিকেটে শেষ শতরান ২০১৯’র নভেম্বরে দিন-রাতের টেস্টে। আর নীল জার্সিতে শেষবার শতরান করেছিলেন ২০১৯’র অগস্টে। পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১১৪।
Jul 27, 2022 | 7:28 PM
Most Read Stories