Virat Kohli: নীল রঙ আজও ভীষণ প্রিয়…


সময় বড় কঠিন। একটা সময় নীল (Blue) জার্সিতে নানা স্মরণীয় ইনিংস খেলেছেন। ফ্রেম বন্দি কিছু মহূর্ত রয়েছে। গত দশকের সেরা ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে একেবারেই ফর্মে নেই বিরাট কোহলি (Virat Kohli)। প্রতিটা ম্যাচের আগেই প্রত্যাশা থাকে এই বুঝি ফর্মে ফিরবেন। অধিনায়ক রোহিত শর্মাই (Rohit Sharma) হোক বা অন্য কোনও সতীর্থ। ঢাল হয়ে বলছেন, বিরাটের ফর্মে ফেরা একট- দুটো ইনিংসের ব্যাপার। কিন্তু সেই দিনটা কবে আসবে! আন্তর্জাতিক ক্রিকেটে শেষ শতরান ২০১৯’র নভেম্বরে দিন-রাতের টেস্টে। আর নীল জার্সিতে শেষবার শতরান করেছিলেন ২০১৯’র অগস্টে। পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১১৪।


Jul 27, 2022 | 7:28 PM

| Edited By: Dipankar Ghoshal

Jul 27, 2022 | 7:28 PM




গত তিন বছর ধরে এমন হতাশারই ছবি দেখছে বিশ্ব ক্রিকেট। কিং কোহলির (King Kohli) ব্যাটে বড় রান আসছে না। বাড়ছে অপেক্ষা, সমালোচনার তীব্রতাও। (ছবি : টুইটার)

গত তিন বছর ধরে এমন হতাশারই ছবি দেখছে বিশ্ব ক্রিকেট। কিং কোহলির (King Kohli) ব্যাটে বড় রান আসছে না। বাড়ছে অপেক্ষা, সমালোচনার তীব্রতাও। (ছবি : টুইটার)

 সালটা ২০০৮। বিরাট কোহলির নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U 19 World Cup) চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ট্রফি হাতে তরুণ বিরাট কোহলির উচ্ছ্বাস, নীল জার্সিতে অন্যতম স্মরণীয় মুহূর্ত। (ছবি : টুইটার)

সালটা ২০০৮। বিরাট কোহলির নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U 19 World Cup) চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ট্রফি হাতে তরুণ বিরাট কোহলির উচ্ছ্বাস, নীল জার্সিতে অন্যতম স্মরণীয় মুহূর্ত। (ছবি : টুইটার)

সচিন তেন্ডুলকরের জন্য বিশ্বকাপ জিততে চাই। ২০১১ বিশ্বকাপে ভারতীয় শিবিরে এটাই ছিল অলিখিত স্লোগান। দ্বিতীয়বার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারত। গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বিরাট কোহলি। ট্রফি নিয়ে সচিনের পাশে ছবি তোলার উচ্ছ্বাস দেখার মতোই। (ছবি : টুইটার)

সচিন তেন্ডুলকরের জন্য বিশ্বকাপ জিততে চাই। ২০১১ বিশ্বকাপে ভারতীয় শিবিরে এটাই ছিল অলিখিত স্লোগান। দ্বিতীয়বার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারত। গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বিরাট কোহলি। ট্রফি নিয়ে সচিনের পাশে ছবি তোলার উচ্ছ্বাস দেখার মতোই। (ছবি : টুইটার)

বল বিকৃতি কান্ডে নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরেছিলেন অস্ট্রেলিয়ার সুপারস্টার স্টিভ স্মিথ। ২০১৯ বিশ্বকাপে প্রবল কটুক্তির শিকার হয়েছিলেন স্মিথ। ভারতের বিরুদ্ধে ম্যাচেও এমন হওয়ায় গ্যালারির উদ্দেশে বিরাট বার্তা-গালি নয়, হাততালি দাও। ক্রিকেট প্রেমীদের মন কেড়েছিল এই মুহূর্ত। (ছবি : টুইটার)

বল বিকৃতি কান্ডে নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরেছিলেন অস্ট্রেলিয়ার সুপারস্টার স্টিভ স্মিথ। ২০১৯ বিশ্বকাপে প্রবল কটুক্তির শিকার হয়েছিলেন স্মিথ। ভারতের বিরুদ্ধে ম্যাচেও এমন হওয়ায় গ্যালারির উদ্দেশে বিরাট বার্তা-গালি নয়, হাততালি দাও। ক্রিকেট প্রেমীদের মন কেড়েছিল এই মুহূর্ত। (ছবি : টুইটার)

ইংল্যান্ড সফরেও ফর্মে (Out of form) ফিরতে পারেননি বিরাট। এবার অপেক্ষা এশিয়া কাপের। মাঝে জিম্বাবোয়ে সফর। বিরাট খেলবেন কী না নিশ্চিত নয়। তিনি এখন ছুটিতে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন, পছন্দের নীল রঙ নিয়ে। (ছবি : টুইটার)

ইংল্যান্ড সফরেও ফর্মে (Out of form) ফিরতে পারেননি বিরাট। এবার অপেক্ষা এশিয়া কাপের। মাঝে জিম্বাবোয়ে সফর। বিরাট খেলবেন কী না নিশ্চিত নয়। তিনি এখন ছুটিতে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন, পছন্দের নীল রঙ নিয়ে। (ছবি : টুইটার)






Most Read Stories


Leave a Reply