ঝুলন এবার মেন্টরও, বয়সভিত্তিক অন্যান্য দলেরও সাপোর্ট স্টাফ ঘোষণা সিএবির


অনূর্ধ্ব ১৯ বাংলা দলে দেবাঙ গান্ধীর সহকারী কোচ করা হল সঞ্জীব সান্যালকে।

কলকাতা: বাংলা মহিলা ক্রিকেট দলে দ্বৈত ভূমিকায় ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। সিনিয়র দলে খেলোয়াড়ের পাশাপাশি সমস্ত বয়সভিত্তিক মহিলা দলের মেন্টরের ভূমিকাতেও এই কিংবদন্তি পেসার। এদিন বাংলা ক্রিকেট সংস্থার তরফে বয়স ভিত্তিক অন্যান্য দলেরও সাপোর্ট স্টাফ ঘোষণা করা হয়। বাংলার প্রাক্তন ক্রিকেটারদের অভিজ্ঞতা এবং দক্ষতা কাজে লাগাতে চাইছে সিএবি। লক্ষীরতন শুক্লাকে সিনিয়র বাংলা (Bengal) দলের কোচ করে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন সিএবি কর্তারা। এদিন বয়স ভিত্তিক দলের ক্ষেত্রেও এমন করা হল। বাংলা অনূর্ধ্ব ১৬ দলের কোচ করা হল প্রাক্তন ক্রিকেটার অরিন্দম দাসকে (Arindam Das)।

বাংলা ক্রিকেট সংস্থার সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ‘অরিন্দম দাস বাংলা অনূর্ধ্ব ১৬ দলের কোচ হলেন। খুব তাড়াতাড়িই তাঁর সহকারী কোচ ঘোষণা করা হবে।’ বাংলা অনূর্ধ্ব ২৫ দলের কোচ হিসেবে আগেই ঘোষণা করা হয়েছিল প্রণব রায়ের নাম। তাঁর সহকারী হলেন পার্থসারথী ভট্টাচার্য। তেমনই অনূর্ধ্ব ১৯ বাংলা দলে দেবাঙ গান্ধীর সহকারী কোচ করা হল সঞ্জীব সান্যালকে। এবার ঘরোয়া লিগে কালীঘাটের হয়ে সাফল্য দিয়েছেন সঞ্জীব সান্যাল। দীর্ঘ সময় ধরেই কোচিংয়ে যুক্ত বাংলার এই প্রাক্তন ক্রিকেটার। অতীতে রেলওয়েজ রঞ্জি দলেরও কোচিং করিয়েছেন।

Leave a Reply