প্রথম রাউন্ডে সহজ প্রতিপক্ষ লভলিনা, নিখাতের! বাকিদেরও জেনে নিন…


Commonwealth Games 2022: শিবা থাপা বার্মিংহ্যামে শুক্রবার লাইট ওয়েল্টারওয়েট বিভাগে প্রথম রাউন্ডে নামবেন পাকিস্তানের সুলেমান বালোচের বিরুদ্ধে।

Image Credit source: TWITTER

বার্মিংহ্যাম : বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন (Nikhat Zareen) এবং অলিম্পিক ব্রোঞ্জজয়ী লভলিনা বরগোহাইন (Lovlina Borgohain)। কমনওয়েলথ গেমসে শুরুতেই হয়তো কঠিন পরিস্থিতিতে পড়তে হবে না। বার্মিংহ্যাম গেমসের ড্রয়ের পর এমনটাই বলা যায়। ভারতের এই দুই মহিলা বক্সার প্রথম রাউন্ডে তাদের দক্ষতা অনুযায়ী সহজ প্রতিপক্ষই পেয়েছেন। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। মহিলাদের বক্সিংয়ে ৪৮-৫০ কেজি লাইট ফ্লাইওয়েট বিভাগে নিখাতের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ হেলেনা ইসমাইল বোগাও। আফ্রিকান দেশ মোজাম্বিকের বক্সার তিনি। রবিবার মুখোমুখি হবেন নিখাত-হেলেনা। প্রথম রাউন্ডে জিতলে কোয়ার্টার ফাইনালে লভলিনার প্রতিপক্ষ হতে পারেন ওয়েলসের হেলেন জোনস। তাঁকেও সহজ প্রতিপক্ষ বলা যায়। লভলিনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মিডল ওয়েট বিভাগে (৬৬-৭০ কেজি) প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ অনামী আরিয়ানে নিকলসন। নিউজিল্যান্ডের এই প্রতিপক্ষকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে লভলিনা খেলবেন গোল্ড কোস্টে রুপোজয়ী রোজি একলেসের বিরুদ্ধে। ওয়েলসের এই বক্সার ২০১৬ এবং ২০১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন। বার্মিংহ্যাম গেমসে প্রথম রাউন্ডে বাই পেয়েছেন রোজি।

লাইটওয়েট বিভাগে (৫৭-৬০ কেজি) ভারতীয় বক্সার জেসমিন লাম্বোরিয়া সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবেন। প্রথম রাউন্ডে বাই পেয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে অবশ্য তাঁর জন্য কঠিন লড়াই অপেক্ষা করবে। ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক পাওয়া নিউজিল্যান্ডের ট্রয় গার্টনের বিরুদ্ধে খেলবেন জেসমিন। মহিলাদের সর্বনিম্ন ওয়েট ক্যাটেগরি (৪৫-৪৮ কেজি) নীতু ঘাঙ্গাসকে পদক নিশ্চিত করার জন্য মাত্র একটি ম্যাচ জিততে হবে। মাত্র ৮ বক্সারকে নিয়ে ড্র হয়। নীতু খেলবেন সরাসরি কোয়ার্টার ফাইনালে। সেখানে তাঁর প্রতিপক্ষ নিকোল ক্লাইড। ৩ অগস্ট তাঁর কোয়ার্টার ফাইনাল ম্যাচ।

পুরুষদের বক্সিংয়ে ভারতের হয়ে পদক জেতার অন্যতম দাবিদার অমিত পাঙ্ঘাল। এশিয়ান গেমসে সোনা জয়। ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিলেন অমিত। ১ অগস্ট ফ্লাইওয়েট ক্যাটেগরিতে (৪৮-৫১ কেজি) ভানুয়াতুর নামরি বেরির বিরুদ্ধে অভিযান শুরু অমিতের। আরেক ভারতীয় গত কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পাওয়া মহম্মদ হুসামুদ্দিন ৩০ জুলাই ফেদারওয়েট ক্যাটেগরিতে নামবেন দক্ষিণ আফ্রিকার আমজোলেলে দিয়েয়ির বিরুদ্ধে। অতীতে এশিয়ান এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন ভারতীয় বক্সার শিবা থাপা। বার্মিংহ্যামে শুক্রবার লাইট ওয়েল্টারওয়েট বিভাগে প্রথম রাউন্ডে নামবেন পাকিস্তানের সুলেমান বালোচের বিরুদ্ধে। একই বিভাগে ভারতের আরেক বক্সার রোহিত টোকাস প্রথম রাউন্ডে বাই পেয়েছেন। ২ অগস্ট দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ঘানার আলফ্রেড কোটে। মিডলওয়েট ক্যাটেগরিতে প্রথম রাউন্ডে বাই পেয়েছেন ভারতীয় বক্সার সুমিত। রবিবার দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ক্যালাম পিটার্স। পুরুষদের লাইট হেভিওয়েট (৭৫-৮০ কেজি) বিভাগের প্রথম রাউন্ডে বাই পেয়েছেন আশিস কুমারও। ১ অগস্ট নিউয়ে আইল্যান্ডের ত্রাভিস তাপাতুয়েতায়ার বিরুদ্ধে খেলবেন পরের রাউন্ডে। আরেক ভারতীয় সঞ্জিতের হেভিওয়েট ক্যাটেগরির প্রথম রাউন্ডে প্রতিপক্ষ এটো লিউ প্লডজিকি-ফাওগালি। সুপার হেভিওয়েট (৯২+) ক্যাটেগরিতে কমনওয়েলথ গেমসে অভিষেক হচ্ছে ভারতীয় বক্সার সাগর অহলতের। রবিবার প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ইয়েংনঙ নিজেয়ো।

Leave a Reply