CWG Opening Ceremony: নাচে-গানে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস


অ্যাথলিটদের প্যারেডে দেখা গেল কত চেনা, অচেনা দেশ। ট্র্যাডিশনাল পোশাকে হাসিমুখে অনুষ্ঠানের শোভা বাড়ালেন তাঁরা।

Image Credit source: Twitter

বার্মিংহ্যাম: শেষ হল অপেক্ষার প্রহর। দেশ-বিদেশের খেলোয়াড়, ক্রীড়াপ্রেমীরা অধীর আগ্রহে যে জন্য অপেক্ষা করছিলেন, তার অবসান ঘটল। বার্মিংহ্যামের আলেকজান্ডার স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হল ২০২২ কমনওয়েলথ গেমসের সূচনা। নাচ, গান, ট্রিবিউট, শান্তির ও ঐক্যের বার্তার মধ্য দিয়ে শুরু বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস। ৭২টি দেশের পাঁচ হাজারের বেশি অ্যাথলিট শুক্রবার থেকে এই মাল্টি স্পোর্টস ইভেন্টের পদক জেতার দৌড়ে নেমে পড়বেন। ২১৫ জন অ্যাথলিট এবং ১০৭ জন কর্মকর্তা-সহ মোট ৩২২ দলের বড়সড় দল নিয়ে বার্মিংহ্যাম যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু কমনওয়েলথ শুরু আগে বিভিন্ন কারণে বেশ কয়েকজন অ্যাথলিট প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। পরের দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ থাকায় অংশ নিতে পারলেন না হরমনপ্রীত কৌররা। অ্যাথলিটদের প্যারেডে দেখা গেল কত চেনা, অচেনা দেশ। ট্র্যাডিশনাল পোশাকে হাসিমুখে অনুষ্ঠানের শোভা বাড়ালেন তাঁরা। এশিয়ান অ্যাথলিটদের প্যারেডের প্রথমেই আসে বাংলাদেশ। এর কিছুক্ষণ পর ভারতীয় দলকে দেখা যায়। পতাকা ধরে সবার আগে হাঁটলেন পিভি সিন্ধু এবং মনপ্রীত সিং। 

অনুষ্ঠানের প্রথমেই গাড়ি, সাইকেল স্টান্ট এবং নৃত্য প্রদর্শনের মাধ্যমে বার্মিংহ্যামের ইতিহাস তুলে ধরা হয় দর্শকদের সামনে। শ্রদ্ধা জানানো হয় কার ইন্ডাস্ট্রিকে। এরপর সুরের মূর্ছনায় শুরু হয় বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। বর্তমানে বার্মিংহ্য়ামের বাসিন্দা মালালা-র জীবনযুদ্ধ ফুটে উঠল পর্দায়। বার্মিংহ্যামে আগত খেলোয়াড়দের শুভেচ্ছা জানালেন তিনি। নিজের জীবন সংগ্রামের কথা বললেন। কয়েক মিনিটের বক্তৃতায় শিক্ষার প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়ে যান সবচেয়ে কনিষ্ঠ নোবেলজয়ী। এরপর সত্তরের দশকের সুপারহিট ব্রিটিশ ব্র্যান্ড ব্ল্যাক সাবাথের গিটারিস্ট টোনি ইয়োমির গিটারের ছন্দে মেতে ওঠে গোটা স্টেডিয়াম।

নাচের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দেওয়া হয়। একসময় স্টেজের ডান্সাররা নেচে ওঠেন ভাংড়ার তালে। বার্মিংহ্যামে বড় সংখ্যক ভারতীয় বসবাস করেন। পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, কুইন্স ব্যাটন রিলে এবং সবশেষে প্রিন্স চার্লসের রানি এলিজাবেথের বার্তা পাঠের সঙ্গে শুরু হয়ে যায় প্রতিযোগিতার সূচনা। শুক্রবার মেয়েদের ক্রিকেট ও হকি উভয় দলই অ্যাকশনে নেমে পড়বে। লন বল, জিমন্যাস্টিক্স, সাইক্লিং, সাঁতার, বক্সিং, টেবিল টেনিস সহ বেশ কিছু ইভেন্টে নেমে পড়বেন দেশের খেলোয়াড়রা।



Leave a Reply