Lovlina Borgohain: লভলিনার জেদ, গেমস ভিলেজ ছাড়তে বাধ্য হলেন জাতীয় কোচ ও ডাক্তার!


CWG 2022: গত সোমবার বক্সিং ফেডারেশনের উপর গুরুতর অভিযোগ আনেন অলিম্পিকে পদকজয়ী বক্সার লভলিনা বরগোহাইন। তাঁর উপর মানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

লভলিনার জেদ

Image Credit source: Twitter

বার্মিংহ্যাম: টুইটারে তাঁর লম্বা চওড়া পোস্টে নড়চড়ে বসেছিল ক্রীড়ামন্ত্রক। অসমের তারকা বক্সার লভলিনা বরগোহিনের মানসিক নির্যাতনের অভিযোগে হইচই পড়ে যায় বক্সিং ফেডারেশনের অন্দরে। বারবার কোচ বদল এবং তাঁর ব্যক্তিগত টিমকে গেমস ভিলেজের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ হানেন। এতে তাঁর কমনওয়েলথ গেমসের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। লভলিনার টুইটের পর গেমস ভিলেজে ঢোকার অনুমতি পেয়েছেন তাঁর ব্যক্তিগত কোচ সন্ধ্যা গুরুং। যাঁর কোচিংয়ের দৌলতে গতবছর দেশকে অলিম্পিক পদক এনে দিয়েছিলেন অসমিয়া বক্সার। লভলিনার জেদের কাছে হার মেনে নেওয়া ছাড়াও গেমস ভিলেজ ছাড়তে বাধ্য হয়েছেন মেয়েদের বক্সিং দলের হেড কোচ ভাস্কর ভাট এবং দলের চিকিৎসক। গেমস ভিলেজে সন্ধ্যা গুরুংয়ের জন্য জায়গা ছেড়ে দিতে কাছাকাছি একটি হোটেলে গিয়ে উঠেছেন জাতীয় কোচ ভাস্কর ভাট।

এই বিষয়ে পিটিআই-কে কোচ বলেছেন, “আমি গেমস ভিলেজ থেকে ১০ মিনিটের দূরত্বের একটি হোটেলে গিয়ে উঠেছি। এটা আমি স্ব ইচ্ছায় করেছি। যাতে আমার জন্য বরাদ্দ ঘর সন্ধ্যাকে দিয়ে দেওয়া হয়।” সমস্যাটিকে ‘ঘর কা মামলা’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, “নিজেদের মধ্যে সমস্যাগুলো মিটিয়ে নেওয়াটাই ভালো।” গতবছর মেয়েদের বক্সিং দলের কোচের পদে আসেন স্বল্পভাষী ভাস্কর ভাট। তাঁর তত্ত্বাবধানে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়শিপে তিনটে পদক এসেছে ভারতের ঘরে। তার মধ্যে একটি স্বর্ণ পদক। কমনওয়েলথেও সোনার পদককেই পাখির চোখ করছেন। তাই আভ্যন্তরীণ সমস্যাগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নিয়ে দলের সদস্যরা খেলার দিকে মনোনিবেশ করুক, এটাই চাইছেন তিনি। কোচের কথায়, “আমি যখন ইচ্ছে গেমস ভিলেজ এবং কমনওয়েলথের প্রতিটি ভেনুতে যেতে পারি। সেই অনুমতি রয়েছে। তবে ওখানে শুধুমাত্র থাকতে পারব না। এতে আমার কোনও সমস্যা হবে না।”

সোমবার সন্ধ্যায় হিন্দি ভাষায় লভলিনার একটি টুইট হইচই ফেলে দেয়। তাঁর অভিযোগ ছিল, বারবার অভিযোগ করা সত্ত্বেও তাঁর কোচ বদল করা হয়েছে। ব্যক্তিগত কোচ এবং টিমকে গেমস ভিলেজের ভেতর ঢুকতে দেওয়া হয়নি। এতে তাঁর প্রশিক্ষণ বাধাপ্রাপ্ত হয়েছে। কমনওয়েলথ গেমসে এর প্রভাব পড়তে পারে। বিশ্ব চ্যাম্পিয়শিপে এই কারণের জন্যই তাঁর পারফরম্যান্স ভালো হয়নি। এর মধ্যে রাজনীতিও খুঁজে পেয়েছেন তারকা বক্সার। তবে টুইট করার পর লভলিনার চাহিদা অনুযায়ী সবরকম ব্যবস্থা করা হয়েছে। কমনওয়েলথ গেমসে ৭০ কেজি বিভাগে লড়বেন লভলিনা। বক্সিং দলে রয়েছেন নিখাত জারিন, জেসমিন, নীতু। ছেলেদের দলে থাকছেন অমিত পাঙ্ঘাল, সুমিত কুণ্ডু, আশিস কুমার, শিব থাপা। ৩০ জুলাই থেকে শুরু হবে বক্সিং প্রতিযোগিতা।

Leave a Reply