Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসের প্রথম দিনই দাপট দেখাচ্ছেন ভারতের টেবল টেনিস তারকারা।
Image Credit source: Twitter
বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) শুরুটা দারুণ করলেন মনিকা বাত্রারা। গ্রুপ ২ এর ম্যাচে টেবল টেনিসে (Table Tennis) দক্ষিণ আফ্রিকার (South Africa) মুখে নেমেছিল ভারতের মহিলা দল। দাপট দেখিয়ে জিতলেন মনিকারা। প্রথম টাইয়ে প্রোটিয়াদের কোনও প্রতিরোধই গড়তে দিলেন না মনিকারা। প্রথম রাউন্ডে দুরন্ত পারফর্ম করেছেন ভারতের টিটি প্লেয়াররা। মেয়েদের ডাবলসে রীত রিশ্য ও সৃজা আকুলা জুটি জয় দিয়ে শুরু করেন। এরপর মহিলাদের সিঙ্গলসে মনিকা বাত্রা ও সৃজা আকুলাও পরপর জিতে নিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেলেন।
ফিজির বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এ বার নামবেন মনিকারা। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে শুরু হবে ভারতের মহিলাদের দলগত টেবল টেনিসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ।
#TableTennis Update ?
Women’s Team- Group Stage Round 1️⃣
India ?? 3️⃣-0️⃣ South Africa ??
?Reeth Rishya/Sreeja Akula (WD) – 1-0
?Manika Batra (singles) – 2-0
?Sreeja Akula (singles) – 3-0⬆️ Next
Round 2️⃣: India vs Fiji (8:30 pm IST)#Cheer4India #India4CWG2022
— SAI Media (@Media_SAI) July 29, 2022
বিস্তারিত আসছে…