CWG 2022: কমনওয়েলথের শুরুতেই দাপট ভারতের, প্রোটিয়াদের কার্যত উড়িয়ে দিলেন মনিকারা


Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসের প্রথম দিনই দাপট দেখাচ্ছেন ভারতের টেবল টেনিস তারকারা।

কমনওয়েলথের শুরুতেই দাপট ভারতের, প্রোটিয়াদের কার্যত উড়িয়ে দিলেন মনিকারা

Image Credit source: Twitter

বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) শুরুটা দারুণ করলেন মনিকা বাত্রারা। গ্রুপ ২ এর ম্যাচে টেবল টেনিসে (Table Tennis) দক্ষিণ আফ্রিকার (South Africa) মুখে নেমেছিল ভারতের মহিলা দল। দাপট দেখিয়ে জিতলেন মনিকারা। প্রথম টাইয়ে প্রোটিয়াদের কোনও প্রতিরোধই গড়তে দিলেন না মনিকারা। প্রথম রাউন্ডে দুরন্ত পারফর্ম করেছেন ভারতের টিটি প্লেয়াররা। মেয়েদের ডাবলসে রীত রিশ্য ও সৃজা আকুলা জুটি জয় দিয়ে শুরু করেন। এরপর মহিলাদের সিঙ্গলসে মনিকা বাত্রা ও সৃজা আকুলাও পরপর জিতে নিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেলেন।

ফিজির বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এ বার নামবেন মনিকারা। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে শুরু হবে ভারতের মহিলাদের দলগত টেবল টেনিসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ।

বিস্তারিত আসছে…



Leave a Reply