CWG 2022 Live Updates, Day 1: কমনওয়েলথ গেমসের প্রথম দিন নজরে মেয়েদের ক্রিকেট থেকে শ্রীহরি-সজন-অনাহতরা


Commonwealth Games 2022 Day 1 Live Updates in Bengali: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্রথম দিনে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সের খুটিনাটি খবর জানতে চোখ রাখুন লাইভ আপডেটে।

কমনওয়েলথ গেমসের প্রথম দিন নজরে শ্রীহরি-সজন-অনাহতরা

| Edited By: Sanghamitra Chakraborty


Jul 29, 2022 | 12:19 PM

LIVE NEWS & UPDATES

  • 29 Jul 2022 12:25 PM (IST)

    বিশেষ নজর থাকবে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে

    ১৯৯৮ সালের পর কমনওয়েলথে আবার ফিরছে ক্রিকেট। এ বারের কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে, ভারতীয় দল আজ তাঁদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে। এই ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩টে ৩০ মিনিটে দেখা যাবে। সকলের নজর থাকবে এই ম্যাচের দিকে।

  • 29 Jul 2022 12:13 PM (IST)

    এক ঝলকে দেখে নিন কমনওয়েলথ গেমসে ভারতের আজকের সূচি

    বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের আজকের সূচি…

  • 29 Jul 2022 12:08 PM (IST)

    কমনওয়েলথের প্রথম দিন ভারতের সূচি দেখুন

    বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আজ থেকে শুরু হবে এই মাল্টি স্পোর্টস ইভেন্টে ভারতের যাত্রা। দেখে নিন কমনওয়েলথ গেমসের প্রথম দিন ভারতের সূচি —

    CWG 2022 India Day 1 Schedule: জেনে নিন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্রথম দিন ভারতের অ্যাথলিটরা নামবেন কোন কোন ইভেন্টে

  • 29 Jul 2022 12:05 PM (IST)

    আজ সেই মাহেন্দ্রক্ষণ

    বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে আজ সফর শুরু ভারতীয় অ্যাথলিটদের। প্রথম দিনে, ভারতীয় খেলোয়াড়রা অনেক ইভেন্টে নামতে চলেছেন। ভারতের মহিলা ক্রিকেট দল একদিকে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। এ বারের কমনওয়েলথে, ভারত থেকে মোট ২১৫ জন প্লেয়ার ১৯টি খেলার ১৪১টি ইভেন্টে অংশ নেবেন।

বার্মিংহ্যাম: আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বারের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। বার্মিংহ্যামে মাল্টি স্পোর্টস ইভেন্টের এটি ২২ তম সংস্করণ। ভারতীয় ক্রীড়াবিদরা এ বারের কমনওয়েলথের যাত্রা শুরু করছে আজ। নানা ইভেন্টে পদকের লক্ষ্যে আজ ভারত থেকে নামবেন শ্রীহরি নটরাজ, সজন প্রকাশ থেকে অনাহত সিংরা। ভারত (India) থেকে এ বার মোট ২১৫ জনের দল গিয়েছে বার্মিংহ্যাম কমনওয়েলথে অংশ নিতে। ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের সেরা পারফরম্যান্স ছিল। ২০১৮ সালে ৬৬টি পদক এসেছিল ভারতের ঝুলিতে। এ বার মেরি কম, নীরজ চোপড়ারা না থাকলেও পদকের প্রত্যাশা গত বারের থেকেও আরও অনেক বেশি।

Published On – Jul 29,2022 12:01 PM



Leave a Reply