IND vs WI 1st T20I Live: পূর্ণশক্তির দল নিয়ে টি ২০ সিরিজ শুরু করছে ভারত


India vs WI 1st T20I Live Score: প্রথম টি ২০ তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকেডেমিতে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ছবি : নিজস্ব

| Edited By: Dipankar Ghoshal


Jul 29, 2022 | 7:10 PM

LIVE Cricket Score & Updates

  • 29 Jul 2022 07:09 PM (IST)

    ব্যাডমিন্টন: প্রথম গেমে জিতল ভারত

    গ্রুপ-এ-র প্রথম টাইয়ে পাকিস্তানের মিক্সড টিমের জুটি বাত্তি-সিদ্দিকিকে ২১-৯, ২১-১২ ব্যবধানে হারালেন সুমিত-পোনাপ্পা

টরবা : একদিনের সিরিজে ৩-০ জিতেছে ভারত। এবার পালা টি ২০-র। সংক্ষিপ্ত ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ অনেক বেশি ভয়ঙ্কর। তবে পূর্ণশক্তির ভারতের বিরুদ্ধে কাজ সহজ নয়। শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, নিকোলাস পুরানরা ছন্দে থাকলে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে ভারতকে। টি ২০ সিরিজে ভারতের স্কোয়াডে ছিলেন লোকেশ রাহুল। চোট, অস্ত্রোপচারের পর দেশে ফিরে রিহ্যাব শুরু করেন। বাধা হয়ে দাঁড়ায় কোভিড। ওয়েস্ট ইন্ডিজে যেতে পারেননি। মনে করা হচ্ছিল, শেষ দুটি ম্যাচে পাওয়া যেতে পারে তাঁকে। এদিন বোর্ডের তরফে সরকারী ভাবে জানিয়ে দেওয়া হয়, পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন লোকেশ রাহুল। তাঁর পরিবর্ত হিসেবে স্কোয়াডে যোগ করা হল সঞ্জু স্যামসনকে। ওডিআই সিরিজে খেলেছেন সঞ্জু। টি ২০ তে স্কোয়াডে নেওয়া হলেও সুযোগ পান কী না দেখার।

Published On – Jul 29,2022 7:00 PM

Leave a Reply