Sebastian Vettel: থামছে দুর্বার গতি, রেসিং ট্র্যাক-কে বিদায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ভেটেলের


চারবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন। ১৫ বছরে প্রায় ৩০০ রেসে অংশগ্রহণ। রেসিং সার্কিটে দেড় দশকের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করলেন সেবাস্তিয়ান ভেটেল। অ্যাস্টন মার্টিনের ড্রাইভার আর কখনই ফর্মুলা ওয়ান প্রতিযোগিতায় অংশ নেবেন না। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অনুরাগীদের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৫ বছরের ভেটেল। এই মরসুম শেষেই অবসর নেবেন তিনি।


Jul 29, 2022 | 1:23 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Jul 29, 2022 | 1:23 PM




 চারবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন। ১৫ বছরে প্রায় ৩০০ রেসে অংশগ্রহণ। রেসিং সার্কিটে দেড় দশকের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করলেন সেবাস্তিয়ান ভেটেল। অ্যাস্টন মার্টিনের ড্রাইভার আর কখনই ফর্মুলা ওয়ান প্রতিযোগিতায় অংশ নেবেন না। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অনুরাগীদের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৫ বছরের ভেটেল। এই মরসুম শেষেই অবসর নেবেন তিনি। (ছবি:টুইটার)

চারবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন। ১৫ বছরে প্রায় ৩০০ রেসে অংশগ্রহণ। রেসিং সার্কিটে দেড় দশকের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করলেন সেবাস্তিয়ান ভেটেল। অ্যাস্টন মার্টিনের ড্রাইভার আর কখনই ফর্মুলা ওয়ান প্রতিযোগিতায় অংশ নেবেন না। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অনুরাগীদের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৫ বছরের ভেটেল। এই মরসুম শেষেই অবসর নেবেন তিনি। (ছবি:টুইটার)

কয়েক ঘণ্টা আগেই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন। ফর্মুলা ওয়ান অনুরাগীরা এতে ব্যপক খুশি হয়েছিলেন। কিন্তু অ্যাকাউন্টের প্রথম পোস্টটাই তাঁর অবসর ঘোষণার ভিডিও। চমকে যান অনুরাগীরা।(ছবি:টুইটার)

কয়েক ঘণ্টা আগেই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন। ফর্মুলা ওয়ান অনুরাগীরা এতে ব্যপক খুশি হয়েছিলেন। কিন্তু অ্যাকাউন্টের প্রথম পোস্টটাই তাঁর অবসর ঘোষণার ভিডিও। চমকে যান অনুরাগীরা।(ছবি:টুইটার)

ভিডিয়োতে ৩৫ বছরের রেস ড্রাইভার জানিয়েছেন, রেস ট্র্যাকের বাইরেও তাঁর জীবন রয়েছে। তাঁর পরিবার রয়েছে, যাঁদের সঙ্গে সময় কাটানো জরুরি। ফর্মুলা ওয়ানের মতো খেলায় সময় এবং এনার্জি দুটোরই প্রয়োজন। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন এই গতির দৌড় থেকে দূরে যেতে চাইছেন।(ছবি:টুইটার)

ভিডিয়োতে ৩৫ বছরের রেস ড্রাইভার জানিয়েছেন, রেস ট্র্যাকের বাইরেও তাঁর জীবন রয়েছে। তাঁর পরিবার রয়েছে, যাঁদের সঙ্গে সময় কাটানো জরুরি। ফর্মুলা ওয়ানের মতো খেলায় সময় এবং এনার্জি দুটোরই প্রয়োজন। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন এই গতির দৌড় থেকে দূরে যেতে চাইছেন।(ছবি:টুইটার)

কেরিয়ারের প্রথমদিকে রেড বুলের সঙ্গে ফর্মুলা ওয়ান কেরিয়ারে অসামান্য সাফল্য পেয়েছেন ভেটেল। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হন। এরপর ২০১৫ সালে ফেরারি এবং ২০২১ সালে অ্যাস্টন মার্টিন চালানো শুরু করেন। কিন্তু দুটোতেই পুরনো ম্যাজিক ফিরিয়ে আনতে পারেননি।(ছবি:টুইটার)

কেরিয়ারের প্রথমদিকে রেড বুলের সঙ্গে ফর্মুলা ওয়ান কেরিয়ারে অসামান্য সাফল্য পেয়েছেন ভেটেল। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হন। এরপর ২০১৫ সালে ফেরারি এবং ২০২১ সালে অ্যাস্টন মার্টিন চালানো শুরু করেন। কিন্তু দুটোতেই পুরনো ম্যাজিক ফিরিয়ে আনতে পারেননি।(ছবি:টুইটার)

২০১০ সাল থেকে ২০১৩ পর্যন্ত টানা চারবার ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন সেবাস্তিয়ান। মাত্র ২৩ বছর বয়সে রেসিং ট্র্যাকের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১৫ পয়েন্টে পিছিয়ে থাকা সেবাস্তিয়ান ভেটেলের উপর বাজি ধরার লোক সেদিন খুব কম ছিল। তবে সবাইকে অবাক করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের খেতাব ওঠে তাঁর মাথায়।(ছবি:টুইটার)

২০১০ সাল থেকে ২০১৩ পর্যন্ত টানা চারবার ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন সেবাস্তিয়ান। মাত্র ২৩ বছর বয়সে রেসিং ট্র্যাকের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১৫ পয়েন্টে পিছিয়ে থাকা সেবাস্তিয়ান ভেটেলের উপর বাজি ধরার লোক সেদিন খুব কম ছিল। তবে সবাইকে অবাক করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের খেতাব ওঠে তাঁর মাথায়।(ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply