Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন ভারতকে দ্বিতীয় পদক এনে দিলেন গুরুরাজা পূজারি।
ভারোত্তোলনে ভারতের দ্বিতীয় পদক, গুরুরাজা পূজারি পেলেন ব্রোঞ্জ
বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) দ্বিতীয় দিনে ভারতের প্রাপ্তি দ্বিতীয় পদক। বিভাগ একই, ভারোত্তোলন। তবে পদকের রং আলাদা। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Birmingham Commonwealth Games 2022) ভারোত্তোলন থেকে ভারতকে দ্বিতীয় পদক এনে দিলেন ২৯ বছরের ভারতীয় ভারোত্তোলক গুরুরাজা পূজারি (Gururaja Poojary)। পুরুষদের ভারোত্তোলনের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন গুরুরাজা। কমনওয়েলথের দ্বিতীয় দিন এর আগে পুরুষদের ৫৫ কেজি বিভাগে দেশকে রুপো এনে দিয়েছেন সংকেত মহাদেব সারগর (Sanket Mahadev Sargar)।
কমনওয়েলথের দ্বিতীয় দিন ভারোত্তোলন থেকে পদক জয়ের সম্ভবনা ছিল প্রবল। সেই মতো প্রথমেই সংকেত রুপো এনে দেন দেশকে। এরপর গুরুরাজাও হতাশ করেননি। পুরুষদের ভারোত্তোলনের ৬১ কেজির স্ন্যাচ বিভাগে প্রথম প্রয়াসে গুরুরাজা তোলেন ১১৫ কেজি। এরপর দ্বিতীয় বারের প্রচেষ্টায় তিনি তোলেন ১১৮ কেজি। তবে তৃতীয় বার ১২০ কেজি তুলতে ব্যর্থ হন গুরুরাজা। এরপর ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে প্রথম প্রচেষ্টার গুরুরাজ তোলেন ১৪৪ কেজি। এবং দ্বিতীয় প্রচেষ্টায় ১৫১ কেজি তুলেই পদক নিশ্চিত করেন তিনি। স্ন্যাচের ১১৮ ও ক্লিন অ্যান্ড জার্কের ১৫১ কেজি মিলিয়ে মোট ২৬৯ কেজি তুলে তৃতীয় স্থানে শেষ করলেন গুরুরাজা।
ভারোত্তোলনে পুরুষদের ৬১ কেজি বিভাগে গুরুরাজা পূজারির পারফরম্যান্স —
- ১১৮ কেজি স্ন্যাচে
- ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রয়াসে ১৪৪ কেজি, মোট- ২৬২ কেজি
- ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রয়াসে ১৪৮ কেজি, মোট- ২৬৪ কেজি
- ক্লিন অ্যান্ড জার্কে তৃতীয় প্রয়াসে ১৫১ কেজি, মোট – ২৬৯ কেজি
2️⃣nd medal for ?? at @birminghamcg22 ?
What a comback by P. Gururaja to bag ? with a total lift of 269 Kg in the Men’s 61kg Finals?♂️ at #B2022
Snatch- 118kg
Clean & Jerk- 151kgWith this Gururaj wins his 2nd consecutive CWG medal ?
Congratulations Champ!#Cheer4India pic.twitter.com/UtOJiShUvS
— SAI Media (@Media_SAI) July 30, 2022
এই গুরুরাজাকে ২০১৮ গোল্ড কোস্টে দেখে সংকেত ঠিক করেছিলেন তিনিও পরের কমনওয়েলথে নামবেন। এবং তিনি সেটাই করে দেখালেন। আর শুধু কমনওয়েলথে অংশ নিয়েই থেমে থাকেননি। দেশকে রুপো এনে দিয়ে গর্বিত করেছেন ২১ বছরের সংকেত।
ভারতীয় ভারোত্তোলক গুরুরাজা চার বছর আগে গোল্ড কোস্ট কমনওয়েলথে রুপো পেয়েছিলেন। তবে সে বার তিনি পুরুষদের ৫৬ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন। তবে বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথে পুরুষদের ৬১ কেজি বিভাগে নেমেছিলেন গুরুরাজা। এবং এ বারও হতাশ করলেন না তিনি। ব্রোঞ্জ এনে দিলেন দেশকে।