CWG 2022: ভারোত্তোলনে ভারতের দ্বিতীয় পদক, গুরুরাজা পূজারি পেলেন ব্রোঞ্জ


Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন ভারতকে দ্বিতীয় পদক এনে দিলেন গুরুরাজা পূজারি।

কমনওয়েলথ গেমসের ব্রেকিং

বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) দ্বিতীয় দিনে ভারতের প্রাপ্তি দ্বিতীয় পদক। বিভাগ একই, ভারোত্তোলন। তবে পদকের রং আলাদা। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Birmingham Commonwealth Games 2022) ভারোত্তোলন থেকে ভারতকে দ্বিতীয় পদক এনে দিলেন ২৯ বছরের ভারতীয় ভারোত্তোলক গুরুরাজা পূজারি (Gururaja Poojary)। পুরুষদের ভারোত্তোলনের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন গুরুরাজা। কমনওয়েলথের দ্বিতীয় দিন এর আগে পুরুষদের ৫৫ কেজি বিভাগে দেশকে রুপো এনে দিয়েছেন সংকেত মহাদেব সারগর (Sanket Mahadev Sargar)।

ভারোত্তোলনে পুরুষদের ৬১ কেজি বিভাগে গুরুরাজা পূজারির পারফরম্যান্স —

  • ১১৮ কেজি স্ন্যাচে
  • ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রয়াসে ১৪৪ কেজি, মোট- ২৬২ কেজি
  • ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রয়াসে ১৪৮ কেজি, মোট- ২৬৪ কেজি
  • ক্লিন অ্যান্ড জার্কে তৃতীয় প্রয়াসে ১৫১ কেজি,  মোট – ২৬৯ কেজি

বিস্তারিত আসছে…

Leave a Reply