কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে দেশকে সোনা এনে দিলেন ভারোত্তোলক জেরেমি


Published by: Sulaya Singha |    Posted: July 31, 2022 4:06 pm|    Updated: July 31, 2022 4:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারোত্তোলনে সোনা ভারতের। বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে এবার দেশকে সোনা এনে দিলেন জেরেমি লালরিনুঙ্গা। এই নিয়ে পাঁচটি পদক এল ভারোত্তোলনে।

৬৭ কেজি ভারোত্তোলন বিভাগে মোট ৩০০ কেজি ওজন তুলে রেকর্ড গড়ে সোনা জিতলেন জেরেমি। স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় তিনি ১৩৬ কেজি ভার তোলেন। দ্বিতীয়বার ১৪০ কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসে অনন্য নজির গড়েন তিনি।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply